ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
ওয়াহ্ব ইবন্ সা‘দ ইবন্ আবী সারাহ (রা) ওয়াব ইব্ন সা'দ (রা) মক্কার সম্ভ্রান্ত কুরায়শ বংশের শাখা লু' আয়্যি গোত্রে আনুমানিক ৫৮৯ খৃ. জন্মগ্রহণ করেন। খ্যাতিমান সাহাবী ‘আবদুল্লাহ ইব্ন সা'দ (রা) ছিলেন তাঁর ভাই। তাঁর মাতার নাম মুহানা বিন্ত জাবির, যিনি ছিলেন আশ'আরী গোত্রের মহিলা। ওয়াব ইবন সা'দ (রা)-এর বংশলতিকা হল, ওয়াহব ইব্ন সা'দ ইব্ন আবী সারহ ইবনুল হারিছ ইবন হাবীব ইবন জুযায়মা ইব্ন মালিক ইব্ন হিসন ইব্ন ‘আমির ইব্ন লু‘আয়্যি ইব্ন গালিব ইব্ন ফিহর। ওয়াহ্ ইব্ন সা'দ (রা) মদীনায় হিজরত করার পর হযরত কূলছুম ইবনুল হিদম (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) সুওয়ায়দ ইবন 'আমর (রা)-এর সাথে তাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। মূসা ইব্ন 'উকবা, আবু মা'শার ও আল-ওয়াদিকীর বর্ণনামতে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া রাসূলুল্লাহ (সা)-এর সাথে তিনি উহুদ, খন্দক, হুদায়বিয়া ও খাইবার যুদ্ধেও অংশগ্রহণ করেন। জুমাদাল উলা ৮ হি. হযরত জা'ফর ইবন আবী তালিব ও তার দীনী ভাই সুওয়ারদ ইবন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
وهب بن سعد بن أبي سرح ابن الحارث بن حبيب بن جذيمة، ويقال: وهب بن عبد الله بن أبي سرح له صحبة. شهد بدراً ومؤتة، واستشهد بها. وآخى رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بين وهب بن سعد وسويد بن عمرو، وقتلا شهيدين يوم مؤتة سنة ثمان، وهو ابن أربعين سنة، وشهد أحداً والخندق والحديبية وخيبر....