ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
ছাকাফ ইবন 'আমর (রা)-এর উপনাম আবূ মালিক। মক্কার বানূ সুলায়ম গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মতারিখ অজ্ঞাত। তিনি বানূ 'আবদ শামস-এর মিত্র ছিলেন। মুহাম্মদ ইব্ন ইসহাকের বর্ণনা মতে তিনি ছিলেন বানু কাবীর ইবন গানম ইবন দুদান-এর মিত্র। উরওয়ার বর্ণনামতে তিনি বানু 'আবদ মানাফ গোত্রীয় ছিলেন। তিনি বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া ও খায়বার যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ৭ হি. খায়বার যুদ্ধেই (মতান্তরে উহুদ যুদ্ধে) উসাইর ইবন রাযযাম আল-ইয়াহুদীর হাতে শাহাদাত বরণ করেন।...
আরবী জীবনী
ثقف بن عمرو الأسلمي ويقال الأسدي، حليف بني عَبْد شمس، ويكنى أبا مالك، ويقال ثقاف. شهد هو وأخواه: مدلاج بن عمرو، ومالك بن عمرو بدرا، وقتل ثقف بن عمرو يوم أحد شهيدا. وقال موسى بن عقبة: قتل يوم خيبر شهيدًا، قتله أسير اليهودي....