ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
তুলায়ব ইবন্ 'উমায়র আল-কুরাশী (রা) একজন মুহাজির সাহাবী এবং রাসূলুল্লাহ (সা)-এর ফুফাতো ভাই, উপনাম আবূ 'আদী। মাতার নাম আরওয়া বিনত 'আবদিল মুত্তালিব। তাঁর বংশলতিকা হল, তুলায়ব ইবন 'উমায়র (মতান্তরে 'আমর) ইব্ন ওয়াব ইবন আবী কাছীর ইবন 'আবদ ইব্ন কুসায়্যি ইব্ন কিলাব ইবন মুরা ইব্ন কা'ব ইবন লু‘আয়্যি ইব্ন গালিব ইব্ন ফির ইবন মালিক ইবনুন নাদর ইব্ন কিনানা । তুলায়ব (রা) প্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম। রাসূলুল্লাহ (সা) আরকাম-এর গৃহে থাকাকালেই তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি তাঁর মাতার নিকট এসে বললেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং মুহাম্মদ (সা)-এর অনুসারী হয়েছি। শুনে তাঁর মা বললেন, তুমি যাদের পরামর্শ গ্রহণ কর এবং যাঁদের সাহায্য-সহযোগিতা কর তাঁদের মধ্যে সর্বাধিক সত্যনিষ্ঠ ও হক হল তোমার মামাতো ভাই [মুহাম্মদ (সা)] আল্লাহর কসম! পুরুষগণ যা করতে সক্ষম হয় আমিও যদি তা করতে সক্ষম হতাম তবে অবশ্যই আমি তাঁর অনুসারী হতাম, তাঁর কষ্ট দূর করতাম এবং তাঁর সাহায্য-সহযোগিতা করতাম। পরে তুলায়ব (রা)-এর... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
طُلَيْبُ بْنُ عُمَيْرِ - طُلَيْبُ بْنُ عُمَيْرِ بْن وهب بْن كثير بْن عَبْد بْن قصي. ويكنى أَبَا عدي. وأمه أروى بِنْت عَبْد المُطَّلِب بْن هاشم بْن عَبْد مناف بْن قصي. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ عَنْ أَبِيهِ قَالَ: أَسْلَمَ طُلَيْبُ بْنُ عُمَيْرٍ فِي دَارِ الأَرْقَمِ ثُمَّ خَرَجَ فَدَخَلَ عَلَى أُمِّهِ. وَهِيَ أَرْوَى بِنْتُ عَبْدِ الْمُطَّلِبِ. فَقَالَ: تَبِعْتُ مُحَمَّدًا وَأَسْلَمْتُ لِلَّهِ. فَقَالَتْ أُمُّهُ: إِنَّ أَحَقَّ مَنْ وَازَرْتَ وَعَضَدْتَ ابْنَ خَالِكَ. وَاللَّهِ لَوْ كُنَّا نَقْدِرُ عَلَى مَا يَقْدِرُ عَلَيْهِ الرِّجَالُ لَمَنَعْنَاهُ وَذَبَبْنَا عَنْهُ. فَقُلْتُ: يَا أُمَّةُ فَمَا يَمْنَعُكِ أَنْ تُسْلِمِي وَتَتْبَعِيهِ؟ فَقَدْ أَسْلَمَ أَخُوكِ حَمْزَةُ. فَقَالَتْ: أَنْظُرُ مَا يَصْنَعُ أَخَوَاتِي ثُمَّ أَكُونُ إِحْدَاهُنَّ. قَالَ فَقُلْتُ: فَإِنِّي أَسْأَلُكَ بِاللَّهِ إِلا أَتَيْتِهِ فَسَلَّمْتِ عَلَيْهِ وَصَدَقَتِهِ وَشَهِدْتِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ. فَقَالَتْ: فَإِنِّي أَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَشْهَدُ أن مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. ثُمَّ كَانَتْ بَعْدُ تَعْضُدُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -... বিস্তারিত পড়ুন