ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মা'মার ইবনুল হারিছ (রা) মক্কার খ্যাতনামা কুরায়শ গোত্রে জন্ম। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, মা'মার ইবনুল হারিছ ইব্ন মা'মার ইবন হাবীব ইবন ওয়াহ্ ইব্ন হুযাফা ইবন জুমাহ আল-কুরাশী। তিনি হাতিব ইবনুল হারিছ-এর ভাই এবং জামীল ইব্ন মা'মার-এর পিতা। মা'মার (রা)-এর মাতার নাম ছিল কুতায়লা বিন্ত মাজাউন ইবন হাবী। ইসলামের প্রাথমিক পর্যায়ে কাফিরদের নির্যাতন হতে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ (সা) ও নবদীক্ষিত সাহাবায়ে কিরাম সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকাম (রা)- এর নির্জন গৃহে মিলিত হতেন এবং এখানেই গোপনে ইসলাম প্রচারের কাজ চলত। রাসূলুল্লাহ (সা) এ গৃহে আগমনের পূর্বেই মা'মার (রা) ইসলাম গ্রহণ করেন। সুতরাং তিনি ছিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের অন্যতম। তিনি মদীনায় হিজরত করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে মু'আয ইব্ন ‘আফরা (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি বদর, উহুদ ও খন্দসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। 'উমার (রা)-এর খিলাফাতকালে তিনি মদীনায় ইন্তিকাল করেন। জান্নাতুল বাকীতে তাঁকে কবরস্থ করা হয়।...
আরবী জীবনী
معمر بن الحارث بن معمر ب د ع: معمر بْن الحارث بْن معمر بْن حبيب بْن وهب بْن حذافة بْن جمح، أخو حاطب وحطاب، أمهم قتيلة بنت مظعون أخت عثمان بْن مظعون. أسلم معمر قبل دخول رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دار الأرقم، وهاجر إِلَى المدينة، وآخى رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بينه وبين معاذ بْن عفراء، وشهد بدرا وأحدا والمشاهد كلها مع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (1571) أَخْبَرَنَا أَبُو جَعْفَر بِإِسْنَادِهِ، عن يونس، عن ابن إِسْحَاق، فِي تسمية من شهد بدرا من بني جمح: والمعمر بْن الحارث وتوفي فِي خلافة عمر بْن الخطاب رضي اللَّه عَنْهُما. أخرجه الثلاثة....