মিহজা ইবনে সালিহ, মাওলা 'উমর ইবনুল খাত্তাব আল আককী (রা)

مِهْجَعٌ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

মিহজা ইব্‌ন সালিহ, মাওলা 'উমর ইবনুল খাত্তাব আল আককী (রা) মিহজা ইব্‌ন সালিহ, আল আককী (রা) দ্বিতীয় খলীফা ‘উমার ইবনুল- খাত্তাব (রা)-এর আযাদকৃত দাস। তিনি ছিলন ইয়ামানের বাসিন্দা, 'আককী ইবন 'আদনান গোত্রের লোক। তাঁকে বন্দী করে দাস বানানো হয়। 'উমার ইবনুল খাত্তাব (রা) তাঁকে আযাদ করে দেন। 'মিহজা' (রা) প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন এবং তিনি ছিলেন প্রথম মুহাজিরদের অন্যতম। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেন। মূসা ইবন 'উকবার বর্ণনা মতে বদর যুদ্ধে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম তিনিই শাহাদাত বরণ করেন। শত্রু পক্ষের 'আমির ইবনুল হাদরামীর তীরাঘাতে তিনি শহীদ হন। আল-কালবী (র) ইবন 'আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন যে, মিহজা' (রা) ছিলেন সে দলের অন্তর্ভুক্ত, যাঁদের প্রশংসায় আল্লাহ তা'আলা আয়াত নাযিল করেনঃ وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِم مِّن شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِم مِّن شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ “যারা তার প্রতিপালককে সকাল ও সন্ধ্যায় তাঁর সন্তুষ্টি লাভার্থে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

مِهْجَعٌ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ أَوَّلُ قَتِيلٍ قُتِلَ بِبَدْرٍ مِنَ الْمُسْلِمِينَ، نَزَلَتْ فِيهِ وَفِي أَصْحَابِهِ، {وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ} [الأنعام: 52] الْآيَةَ - حَدَّثَنَا فَارُوقٌ الْخَطَّابِيُّ، ثنا زِيَادُ بْنُ الْخَلِيلِ، ثنا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، ثنا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ: " فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمُهَاجِرِينَ مِنْ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ: مِهْجَعٌ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ مِنَ الْيَمَنِ , كَانَ أَوَّلَ قَتِيلٍ رُمِيَ بِسَهْمٍ فِي سَبِيلِ اللهِ , حَلِيفٌ لَهُمْ " - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا بَكْرُ بْنُ سَهْلٍ، ثنا عَبْدُ الْغَنِيِّ بْنُ سَعِيدٍ، ثنا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَنْ مُقَاتِلٍ، عَنِ الضَّحَّاكِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: « {وَلَا تَطْرُدِ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ» } [الأنعام: 52] يُرِيدُ بِلَالًا، وَصُهَيْبًا، وَعَمَّارًا وَخَبَّابًا، وَعُتْبَةَ بْنَ غَزْوَانَ، وَمِهْجَعًا مَوْلَى عُمَرَ , وَأَوْسِ بْنِ خَوْلِيٍّ فِي أَصْحَابِهِ " - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ الْمُقْرِئُ، ثنا أَحْمَدُ بْنُ... বিস্তারিত পড়ুন

মিহজা ইবনে সালিহ, মাওলা 'উমর ইবনুল খাত্তাব আল আককী (রা) | মুসলিম বাংলা