মুআত্তিব ইবন 'আওফ 'আস-সালুলী আল-খুযা'ঈ (রা)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মুআত্তিব ইবন আওফ আল-খুযা'ঈ (রা)-এর উপনাম আবূ 'আওফ। তিনি মক্কার খুযা'আ গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি বানু মাখযুম গোত্রের মিত্র ছিলেন। তর মাতার নাম ছিল হামরা। সে হিসেবে তিনি মু'আত্তিব ইবন হামরা নামেও পরিচিত। তাঁর বংশলতিকা হল, মুআত্তিব ইবন 'আওফ ইবন 'আমির ইবনিল- ফাদল ইবন 'আফীফ ইব্ন কুলায়ব ইব্ন হাবশিয়্যা ইবন সালুল ইবন কা'ব ইবন ‘আমর আল-খুযা'ঈ ‘আস-সালুলী। মু'আত্তিব ইবন 'আওফ (রা) প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন এবং হাবশায় দ্বিতীয় দলের সাথে হিজরত করেন। অতঃপর সেখান তেকে প্রত্যাবর্তন করে মদীনায় হিজরত করেন। এভাবে তিনি দু'টি হিজরতের সৌভাগ্য লাভ করেন। মদীনায় হিজরত করে তিনি মুবাশশির ইবন 'আবদিল-মুনযির (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে ছা'লাবা ইব্ন হাতিব আল- আনসারী (রা) এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। মুআত্তিব (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। তিনি ৫৭ হি. ইন্তিকাল করেন। এক বর্ণনামতে তখন তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। অবশ্য আত-তাবরীযীর বর্ণনামতে তখন তাঁর... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী