ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মুস'আব ইবন 'উমায়র (রা) একজন খ্যাতনামা মুহাজির সাহাবী, বিশিষ্ট মুবাল্লিগ ও কারী। উপনাম আবূ ‘আবদিল্লাহ। মক্কার সম্ভ্রান্ত কুরায়শ গোত্রের শাখা বানূ ‘আবদিদ-দার-এ আনুমানিক ৫৮৬ খৃ. জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম ছিল খুনাস বিনত মালিক ইবনিল-মুদাররিব। তাঁর বংশলতিকা হল, মুসআব ইবন ‘উমায়র ইবন হাশিম ইবন 'আবদ মানাফ ইবন 'আবদিদ-দার ইবন কুসায়্যি ইবন কিলাব আল-'আবদারী। মুস'আব ইবন 'উমায়র (রা) ছিলেন প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। রাসূলুল্লাহ (সা) দারুল আরকাম এ অবস্থানকালে তিনি ইসলাম গ্রহণ করেন। কিন্তু তিনি তাঁর মাতা ও স্বগোত্রের ভয়ে তাঁর ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন। গোপনেই তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট যাতায়াত করতেন। অতঃপর 'উছমান ইবন তালহা আলা- 'আবদারী একদিন তাঁকে সালাত আদায় করতে দেখে ফেলেন। তৎক্ষণাৎ তিনি এ সংবাদ মুস'আব (রা)-এর মাতা ও পরিবার পরিজনকে জানিয়ে দেন। ফলে তারা তাঁকে বন্দী করে ফেলে এবং নির্যাতন করতে থাকে। তিনি সে বন্দী অবস্থায় জীবন কাটাতে থাকেন। অতঃপর নির্যাতিত মুসলমানদের প্রতি যখন হাবশায় হিজরত... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
مصعب بن عمير ب د ع: مصعب بْن عمير بْن هاشم بْن عبد مناف بْن عبد الدار بْن قصي بْن كلاب بْن مرة القرشي العبدري، يكنى أبا عَبْد اللَّهِ. كَانَ من فضلاء الصحابة وخيارهم، ومن السابقين إِلَى الإسلام، أسلم ورسول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دار الأرقم، وكتم إسلامه خوفا من أمه وقومه، وَكَانَ يختلف إِلَى رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سرا، فبصر بِهِ عثمان بْن طلحة العبدري يصلي، فأعلم أهله وأمه، فأخذوه فحبسوه، فلم يزل محبوسا إِلَى أن هاجر إِلَى أرض الحبشة، وعاد من الحبشة إِلَى مكة، ثُمَّ هاجر إِلَى المدينة بعد العقبة الأولى ليعلم الناس القرآن، ويصلي بهم. (1525) أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بِإِسْنَادِهِ، إِلَى يُونُسَ بْنِ بُكَيْرٍ، عن ابْنِ إِسْحَاقَ، عن يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، قَالَ: " لَمَّا انْصَرَفَ الْقَوْمُ عن رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْنِي لَيْلَةَ الْعَقَبَةِ الأُولَى، بَعَثَ مَعَهُمْ مُصْعَبَ بْنَ عُمَيْرٍ " (1526) قَالَ ابْنُ إِسْحَاقَ: وَحَدَّثَنِي عَاصِمُ بْنُ عُمَرَ بْنِ قَتَادَةَ: أَنَّ... বিস্তারিত পড়ুন