ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মুহরিয ইবন নাদলা ইবন 'আবদিল্লাহ আল-আসাদী (রা)-এর উপনাম আবু নাদলা। উপাধি ফুহায়রা। তিনি আল-আখরাম আল-আসাদী নামেই সমধিক পরিচিত ছিলেন। তাঁর বংশলতিকা হল, মুহরিয ইবন নাদলা ইবন 'আবদিল্লাহ ইবন মুররা ইবন কাছীর ইবন গানম ইব্ন দূদান আসাদ ইবন খুযায়মা আল- আসাদী। তিনি বানু 'আবদ শামস গোত্রের মিত্র ছিলেন। 'আবদুল আশহাল গোত্রও তাঁকে নিজেদের মিত্র বলে উল্লেখ করত। মুহরিয ইবন নাদলা (রা) আনুমানিক নবুওয়াতের ১৭ বা ১৮ বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন। তাঁর ইসলাম গ্রহণের কাল সঠিকভাবে জানা না গেলেও এতটুকু বলা যায় যে, তিনি প্রথমদিকে ইসলাম গ্রহণকারীদের অন্যতম ছিলেন। তাঁর গোত্র বানূ গানম ইবন দূদান রাসূলুল্লাহ (সা)-এর সাথে মদীনায় হিজরত করে এবং তিনিও সেই সঙ্গে মদীনায় হিজরত করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে ‘উমারা ইবন হায্য (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। মুহরিয ইবন নাদলা (রা) ছিলেন একজন অশ্বারোহী বীর যোদ্ধা। তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে বদর, উহুদ ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করে অসম সাহসিকতার পরিচয় দেন। তিনি ৬ হি.... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
مُحْرِزُ بْنُ نَضْلَةَ - مُحْرِزُ بْنُ نَضْلَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ بْنِ كَبِيرِ بن غنم بن دودان بن أسد بن خُزَيْمَة. ويكنى أَبَا نضلة. وكان أبيض حسن الوجه. وكان يلقب فهيرة. وكانت بنو عَبْد الأشهل يدعون أنّه حليفهم. قَالَ مُحَمَّد بْن عُمَر: سمعت إِبْرَاهِيم بْن إِسْمَاعِيل بْن أبي حبيبة يقول ذلك ويقول: ما خرج يوم السرح إلّا محرز بْن نضلة من دار بني عَبْد الأشهل على فرس لمحمد بْن مسلمة يقال له ذو اللمة. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ قَالَ: آخَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ مُحْرِزِ بْنِ نَضْلَةَ وَعُمَارَةَ بْنِ حَزْمٍ. قَالَ مُحَمَّدُ بْنُ عُمَرَ: وَشَهِدَ بَدْرًا وَأُحُدًا وَالْخَنْدَقِ. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سبرة عن صالح بن كيسان قَالَ: قَالَ مُحْرِزُ بْنُ نَضْلَةَ: رَأَيْتُ سَمَاءَ الدُّنْيَا أَفْرَجَتْ لِي حَتَّى دَخَلْتُهَا حَتَّى انْتَهَيْتُ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ. ثُمَّ... বিস্তারিত পড়ুন