ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
য়াযীদ ইব্ন রুকায়শ আল-আসাদী (রা)-এর উপনাম আবূ খালিদ। মক্কার খুযায়মা গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, য়াযীদ ইবন রুকায়শ ইন রি’আব (মতান্তরে রুবাব) ইন ইয়া'মুর ইব্ন সাবিরা ইব্ন মুররা ইবন কাবীর ইব্ন গানম ইব্ন দূদান ইব্ন আসাদ ইব্ন খুযায়মা আল-আসাদী। তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। তিনি ‘১২ হি. হযরত আবূ বকর (রা)-এর খিলাফতকালে ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন।...
আরবী জীবনী
يزيد بْن رقيش - يزيد بْن رقيش بن رئاب بن يعمر بن صبرة بن مرة بن كبير بن غنم بْن دودان بْن أسد بْن خُزَيْمَة. ويكنى أَبَا خَالِد. شهِدَ بَدْرًا وَأُحُدًا وَالْمَشَاهِدَ كُلَّهَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وقتل يوم اليمامة شهيدًا سنة اثنتي عشرة....