শাম্মাস ইবনে উছমান ইবনুশ শারীদ আল-মাখযুমী (রা)

شماس بن عثمان

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

শাম্মাস ইব্‌ন ‘উছমান কুরাশী (রা)-এর আসল নাম ছিল ‘উছমান। পিতার নামও ‘উছমান। শাম্মাস তাঁর উপাধি, যার অর্থ সূর্যের ন্যায় দীপ্ত। হিশাম ইবনুল-কালবীর বর্ণনা মতে জাহিলী যুগে একদা মক্কায় অতিশয় সুদর্শন এক খৃস্টান আসল। তার সুদর্শন ও কান্তিময় চেহারা দেখে লোকজন অবাক হয়ে গেল। তখন শাম্মাস-এর মামা উতবা ইবন রাবীআ বলল, আমি তোমাদের নিকট এর থেকে অধিক সৌন্দর্যের অধিকারী লোক হাজির করছি। এই বলে তিনি স্বীয় ভাগিনেয় ‘উছমানকে জনসমক্ষে হাজির করলেন। তুলনা করে দেখা গেল যে, ‘উছমানই উক্ত খৃস্টান ব্যক্তি হতে অধিক সৌন্দর্যবান ও দ্যুতিময়। সেই হতে তাঁর নাম শাম্মাস (দীপ্তিমান, দ্যুতিময়)-রূপ প্রসিদ্ধ হয়ে গেল। (ইবনুল আছীর। উসদুল গাবা , তখ, ৩৭৫; ইবন হিশাম, 'আস-সীরা, ১খ. ৩৫৪ ) মক্কার সম্ভ্রান্ত কুরায়শ গোত্রের শাখা বানূ 'আমির ইবন মাখযূম-এ আনুমানিক ৫৯০ খৃ. তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম ছিল সাফিয়্যা বিত রাবী'আ ইবন আব্দ শামস। কুরায়শ নেতা উতবা ও শায়বা ইবন রাবী'আ ছিল তাঁর মামা। মাতৃ ও পিতৃকূল উভয় দিক দিয়েই... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

شماس بن عثمان ب د ع: شماس بْن عثمان بْن الشريد بْن هرمي ابن عامر بْن مخزوم، القرشي المخزومي من ولد عامر بْن مخزوم، وقيل: شماس لقب، واسمه عثمان، قاله أَبُو عمر، ويذكر في عثمان إن شاء اللَّه تعالى. أسلم أول الإسلام، وهاجر إِلَى الحبشة، وأمه صفية بنت ربيعة بْن عبد شمس، أخت شيبة وعتبة، وعاد من الحبشة. وهاجر إِلَى المدينة، وشهد بدرًا، وقتل يَوْم أحد، وكان يَوْم قتل ابن أربع وثلاثين سنة، وكان رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: " ما وجدت لشماس شبيها إلا الحية "، يعني مما يقاتل عن رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يومئذ، وكان رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يرمي ببصره يمينًا ولا شمالًا إلا رَأَى شماسًا في ذلك الوجه، يقاتل عن رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ويترسه بنفسه، حتى قتل، فحمل إِلَى المدينة وبه رمق، فقال رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " احملوه إِلَى أم سلمة "، فحمل إليها، فمات عندها،... বিস্তারিত পড়ুন

শাম্মাস ইবনে উছমান ইবনুশ শারীদ আল-মাখযুমী (রা) | মুসলিম বাংলা