শুজা ইব্‌ন ওয়াহ্ব ইবন রাবীআ আল আসাদী (রা)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

শুজা ইব্‌ন ওয়াহব আল আসাদী (রা)-এর উপনাম আবূ ওয়াহ্ব। তাঁর গোত্র জাহিলী যুগে বানু 'আবদ শামস গোত্রের মিত্র ছিল। তাঁর বংশলতিকা হল, শুজা ইবন ওয়াহ্ ইব্‌ন রাবী'আ ইব্‌ন আসাদ ইবন সুহায়ব ইব্‌ন মালিক ইবন কাছীর ইব্‌ন গানম ইব্‌ন দূদান ইব্‌ন আসাদ ইব্‌ন খুযায়মা আল-আসাদী। প্রথম যুগেই শুজা ইবন ওয়াহ্ (রা) ইসলাম গ্রহণ করেন। অতঃপর মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি হাবশায় হিজরত করেন। সেখানে এক সময় লোকমুখে প্রচারিত হয় যে, মক্কার মুশরিকগণ সকলেই মুসলমান হয়ে রাসূলুল্লাহ (সা)-এর আনুগত্য স্বীকার করে নিয়েছে। এ সংবাদ শুনে তিনি মক্কায় চলে আসেন। কিন্তু মক্কা এসে জানতে পারেন যে, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। অতঃপর তিনি মদীনায় হিজরত করেন। হিজরতের পর রাসূলুল্লাহ (সা) তাঁকে আওস ইবন খাওয়ালী (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধেই তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। হুদায়বিয়ার যুদ্ধ (৬ হি.) হতে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ (সা) দূত প্রেরণ করে পত্র মারফত বিভিন্ন রাজা-বাদশাহ ও... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

شجاع بن وهب ويقال: ابن أبي وهب بن ربيعة ويقال: زمعة بن أسد بن صهيب بن مالك بن كثير ابن غنم بن دودان بن أسد بن خزيمة، أبو وهب، ويقال: أبو عقب الأسدي. صاحب سيدنا رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ورسوله إلى الحارث بن أبي شمر إلى غوطة دمشق ويقال إلى جبلة بن الأيهم الغساني، ويقال إلى هرقل مع دحية بن خليفة الكلبي إلى ناحية بصرى، وهو من مهاجرة الحبشة، وشهد بدراً مع سيدنا رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. روى عن جماعة دخل حديث بعضهم في حديث بعض قالوا: بعث رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شجاع بن وهب الأسدي وهو أحد الستة إلى الحارث بن أبي شمر الغساني يدعوه إلى الإسلام وكتب معه كتاباً. قال شجاع: فانتهيت إليه وهو بغوطة دمشق، وهو مشغول بتهيئة الأنزال والألطاف لقيصر وهو جاء من حمص إلى إيلياء، فأقمت على بابه يومين أو ثلاثة فقلت لحاجبه: أني رسول رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فقال: لا تصل... বিস্তারিত পড়ুন

শুজা ইব্‌ন ওয়াহ্ব ইবন রাবীআ আল আসাদী (রা) | মুসলিম বাংলা