সাফওয়ান ইব্‌ন বায়দা ইবন রাবী'আ আল-ফিহরী আল-কুরাশী (রা)

صفوان ابن بيضاء

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সাফওয়ান ইব্‌ন বায়দা ইবন রাবী'আ আল-ফিহরী আল-কুরাশী (রা) মক্কার সম্ভ্রান্ত কুরায়শ গোত্রের শাখা ফিহর ইবন মালিক-এর জন্ম। উপনাম আবূ 'আমর। পিতার নাম ওয়াব ইবন রাবী'আ বায়দা তার মাতার উপাধি। মাতার প্রকৃত নাম দা'দ বিনত জাহলাম ইবন 'আমর। মাতার উপাধির সাথে সম্বন্ধযুক্ত করেই তিনি বেশি পরিচিত। তাঁর বংশলতিকা, সাফওয়ান ইবন ওয়াহ ইবন রাবী'আ ইবন হিলাল ইবন মালিব ইব্‌ন দাব্বা ইবনুল হারিছ ইবন ফিহর ইবন মালিক আল-কুরাশী আল ফিরী। তিনি ছিলেন খ্যাতিমান সাহাবী সুহায়ল ইবন বায়দা (রা)-এর ভাই সাফওয়ান ইবন বায়দা (রা) স্বীয় ভ্রাতা সুহায়ল ইবন বায়দা (রা) সহ মদীনায় হিজরত করেন এবং উভয় ভ্রাতা কুলছুম ইবনুল হিদম (রা)-এর আতিথেয়তা গ্রহণ কনে। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাঁকে রাফি' ইবনুল মু'আল্লা (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে 'আবদুল্লাহ ইব্‌ন জাহশ (রা)-এর নেতৃত্বে আবওয়া ও বদর যুদ্ধের পূর্বে নাখলা অভিযানে প্রেরণ করেন। অতঃপর তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। মূসা ইবন উকবা, ইব্‌ন সা'দ ও ইবন ইসহাক এর বর্ণনা মতে সাফওয়ান... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

صفوان ابن بيضاء - صفوان ابن بيضاء. وهي أمه. وأبوه وهب بْن ربيعة بْن هلال بْن مالك بن ضبة بن الحارث بن فهر. ويكنى أَبَا عَمْرو وأمه البيضاء. وهي دعد بِنْت جحدم بْن عَمْرو بْنِ عَائِشِ بْنِ ظَرِبِ بْنِ الْحَارِثِ بْنِ فهر. قَالُوا: وآخى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ صفوان ابن بيضاء ورافع بْن المعلي. وقتلا يوم بدْر جميعا. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي مُحْرِزُ بْنُ جَعْفَرٍ عَنْ جَعْفَرِ بْنِ عمرو قال: قتل صفوان ابن بَيْضَاءَ طُعَيْمَةُ بْنُ عَدِيٍّ. قَالَ مُحَمَّدُ بْنُ عُمَرَ: هَذِهِ رِوَايَةٌ وَقَدْ رُوِيَ لَنَا أَنَّ صفوان ابن بَيْضَاءَ لَمْ يُقْتَلَ يَوْمَ بَدْرٍ وَأَنَّهُ قَدْ شَهِدَ الْمَشَاهِدَ كُلَّهَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَتُوُفِّيَ فِي شَهْرِ رَمَضَانَ سَنَةَ ثَمَانٍ وَثَلاثِينَ وَلَيْسَ لَهُ عَقِبٌ....

সাফওয়ান ইব্‌ন বায়দা ইবন রাবী'আ আল-ফিহরী আল-কুরাশী (রা) | মুসলিম বাংলা