সিনান ইবন আবী সিনান ইব্‌ন মিহসান আল-আসাদী (রা)

سنان بن أبي سنان

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

সিনান ইবন আবী সিনান (রা) রাসূলুল্লাহ (সা)-এর খ্যাতনামা সাহাবী *উককাশা ইব্‌ন মিহসান (রা)-এর ভ্রাতুষ্পুত্র। তাঁর বংশলতিকা নিম্নরূপ : সিনান ইব্‌ন আবী সিনান ইব্‌ন মিহসান ইব্‌ন হিরমান ইবন কায়স ইবন মুররা ইন কাবীর (মতান্তরে লাবীদ) ইন্‌দ গানম ইব্‌ন দূদান ইব্‌ন আসাদ ইব্‌ন খুযায়মা ইব্‌ন মুদরিকা। তাঁরা ছিলেন হারব ইবন উমায়্যা ও আবূ সুফয়ান ইবন হারব-এর মিত্র। তাঁর পিতা আৰু সিনান ইবন মিহসান (রা)-ও ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর একজন বিশিষ্ট সাহাবী। পিতা-পুত্রের মধ্যে বয়সের ব্যবধান ছিল ২০ বছর। তাঁর ইসলাম গ্রহণ ও হিজরত সম্পর্কে সুনির্দিষ্ট তেমন কোন তথ্য পাওয়া যায় না। তবে খুব সম্ভব তিনি স্বীয় পিতা আবূ সিনান (রা)-এর সাথে ইসলাম গ্রহণ করেন এবং তাঁরই সাথে হিজরত করেন। সিনান (রা) স্বীয় পিতা, চাচা ও ভ্রাতাসহ বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তী উহুদ, খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। আজীবন তিনি ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর প্রতি উৎসর্গীকৃত। ওয়াকিদীর বর্ণনামতে বায়'আতুর রিদওয়ান-এ তিনিই সর্বপ্রথম রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করেন। বায়'আতের জন্য হস্ত প্রসারিত... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سنان بن أبي سنان ب د ع: سنان بْن أَبِي سنان بْن محصن الأسدي أسد بْن خزيمة، وهو ابن أخي عكاشة بْن محصن. شهد بدرًا، قال ابن إِسْحَاق، في تسمية من شهد بدرًا، من بني أسد بْن خزيمة، من حلفاء بني عبد شمس: أَبُو سنان أخو عكاشة، وابنه سنان بْن أَبِي سنان. وشهد أيضًا سائر المشاهد مع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وسنان هذا أول من بايع بيعة الرضوان تحت الشجرة، في قول الواقدي، وقال غيره: بل أبوه سنان، وهو الأشهر. وتوفي سنان سنة اثنتين وثلاثين....

সিনান ইবন আবী সিনান ইব্‌ন মিহসান আল-আসাদী (রা) | মুসলিম বাংলা