ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
সুহায়ব ইবন সিনান (রা) সুহায়র রূমী নামেই সমধিক পরিচিত ছিলেন। উপনাম [রাসূলুল্লাহ (সা) প্রদত্ত]আবূ ইয়াইয়া। আনুমানিক ৫৯০ খৃ. মাওসিল-এর নিকটবর্তী কোন এক গ্রামে আন-নামির গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশ লতিকা হল, সুহায়ৰ ইবন সিনান ইবন মালিক (মতান্তরে খালিদ) ইবন 'আব্দ ‘আমর ইবন 'উকায়ল ইবন 'আমির ইবন জানদালা ইবন খুযায়মা ইন কা'ব ইবন সা'দ 'আসলাম ইবন আওস ইবন যায়দ মানাত ইবনুন নামির ইবন কাসিত ইবন রাবী'আ ইবন নির্মার আন-নামিরী। তাঁর মাতার নাম ছিল সারমা বিনত কাঈদ ইবন মাহীদ। সুহায়ব (রা)-এর আদি বাসস্থান ছিল আল-জাযীরা ও আল-মাওসিল সংলগ্ন ফুরাতের তীরবর্তী একটি গ্রামে। তাঁর পিতা অথবা চাচা পারস্য সম্রাট (কিসরা)- এর অধীনে উবুল্লাহর গভর্নর ছিলেন। একদা রোমকগণ সেখানে লুটতরাজ করে অন্যান্য সম্পদের সাথে বালক সুহায়বকে লুণ্ঠন করে নিয়ে যায়। এক বর্ণনা মতে তাঁর পূর্ব নাম 'উছমানয়া। আর 'উমারা ইবন 'উছায়মার ধারণা মতে তাঁর পূর্ব নাম ছিল 'আবদুল মালিক। রোমকগণ তাঁর নাম রাখেন সুহায়ব। অতঃপর বহু খোজাখুজি করেও তাঁর পিতা ও... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
صُهَيْبُ بنُ سِنَانٍ أَبُو يَحْيَى النَّمِرِيُّ مِنَ النَّمِرِ بنِ قَاسِطٍ. وَيُعْرَفُ بِالرُّوْمِيِّ؛ لأَنَّهُ أَقَامَ فِي الرُّوْمِ مُدَّةً. وَهُوَ مِنْ أَهْلِ الجَزِيْرَةِ، سُبِيَ مِنْ قَرْيَةِ نِيْنَوَى، مِنْ أَعْمَالِ المَوْصِلِ.وَقَدْ كَانَ أَبُوْهُ أَوْ عَمُّهُ عَامِلاً لِكِسْرَى، ثُمَّ إِنَّهُ جُلِبَ إِلَى مَكَّةَ، فَاشْتَرَاهُ عَبْدُ اللهِ بنُ جُدْعَانَ القُرَشِيُّ التَّيْمِيُّ. وَيُقَالُ: بَلْ هَرَبَ، فَأَتَى مَكَّةَ، وَحَالَفَ ابْنَ جُدْعَانَ. كَانَ مِنْ كِبَارِ السَّابِقِيْنَ البَدْرِيِّيْنَ. حَدَّثَ عَنْهُ: بَنُوْهُ؛ حَبِيْبٌ، وَزِيَادٌ، وَحَمْزَةُ؛ وَسَعِيْدُ بنُ المُسَيِّبِ، وَكَعْبُ الحَبْرُ، وَعَبْدُ الرَّحْمَنِ بنُ أَبِي لَيْلَى، وَآخَرُوْنَ. رَوَى أَحَادِيْثَ مَعْدُوْدَةً، خَرَّجُوا لَهُ فِي الكُتُبِ. وَكَانَ فَاضِلاً، وَافِرَ الحُرْمَةِ، لَهُ عِدَّةُ أَوْلاَدٍ. وَلَمَّا طُعِنَ عُمَرُ، اسْتَنَابَهُ عَلَى الصَّلاَةِ بِالمُسْلِمِيْنَ إِلَى أَنْ يَتَّفِقَ أَهْلُ الشُّوْرَى عَلَى إِمَامٍ. وَكَانَ مَوْصُوْفاً بِالكَرَمِ وَالسَّمَاحَةِ -رَضِيَ اللهُ عَنْهُ-. مَاتَ: بِالمَدِيْنَةِ، فِي شَوَّالٍ، سَنَةَ ثَمَانٍ وَثَلاَثِيْنَ، وَكَانَ مِمَّنِ اعْتَزَلَ الفِتْنَةَ، وَأَقْبَلَ عَلَى شَأْنِهِ -رَضِيَ اللهُ عَنْهُ-. قَالَ الحَافِظُ ابْنُ عَسَاكِرَ: صُهَيْبُ بنُ سِنَانِ بنِ مَالِكِ بنِ عَبْدِ عَمْرٍو بنِ عُقَيْلِ بنِ عَامِرٍ، أَبُو يَحْيَى - وَيُقَالُ أَبُو غَسَّانَ - النَّمِرِيُّ، الرُّوْمِيُّ، البَدْرِيُّ، المُهَاجِرِيُّ. رَوَى عَنْهُ: بَنُوْهُ، وَابْنُ عُمَرَ، وَجَابِرٌ، وَابْنُ المُسَيِّبِ، وَعُبَيْدُ... বিস্তারিত পড়ুন