সুহায়ল ইব্ন বায়দা ইবন রাবীয়া আল-ফিহরী (রা)
سُهَيْلُ ابْنُ بَيْضَاءَ الفِهْرِيُّ أَبُو مُوْسَى
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
সুহায়ল ইব্ন বায়দা ইবন রাবীয়া আল-ফিহরী (রা) মক্কার খ্যাতনামা কুরায়শ গোত্রের শাখা বানূ ফি-এর আনুমানিক ৫৭৮ খৃ. জন্মগ্রহণ করেন, উপনাম আবূ মূসা। বাইদা তাঁর মাতার উপাধি, যাঁর প্রকৃত নাম দা'দ বিন্ত জাহদাম ইন জাহদাম ইব্ন ‘আমর। সুন্দর ছিলেন বলে তাঁকে বাইদা (শুভ্র) উপাধী দেয়া হয়। পিতার নাম ওয়াব (মতান্তরে ‘আমর ইব্ন ওয়াহ্ব) ইবন্ ইবন রাবী'আ। তাঁর বংশলতিকা হল, সুয়াহল ইব্ন ওয়াহব ইব্ন রাবী’আ ইবন ‘আমর ইব্ন ‘আমির ইবন রাবী'আ ইব্ন দাব্বা, ইবনিল হারিছ ইন ফি ইব্ন মালিক ইবনিন-নাদর ইব্ন কিনানা সুহায়ল (রা) রাসূলুল্লাহ (সা)-এর নবুওয়াত প্রাপ্তির প্রথমদিকেই ইসলাম গ্রহণ করেন এবং কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাবশায় দুই দুইবার হিজরত করেন। অতঃপর ইসলামের দাওয়াত ও তাবলীগ প্রকাশ্যভাবে শুরু হলে তিনি মক্কায় প্রত্যাবর্তন করেন। পরে তিনি স্বীয় ভ্রাতা সাফওয়ান ইব্ন বাইদা (রা) সহ মদীনায় হিজরত করেন এবং কুলছুম ইবনুল হিদম (রা)-এর আতিথেয়তা গ্রহণ করেন। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধের সময় তাঁর বয়স ছিল ৩৪... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
سُهَيْلُ ابْنُ بَيْضَاءَ الفِهْرِيُّ أَبُو مُوْسَى مِنَ المُهَاجِرِيْنَ. يُكْنَى: أَبَا مُوْسَى. هَاجَرَ الهِجْرَتَيْنِ إِلَى الحَبَشَةِ فِي رِوَايَةِ ابْنِ إِسْحَاقَ، وَالوَاقِدِيِّ. وَعَنْ عَاصِمِ بنِ عُمَرَ بنِ قَتَادَةَ، قَالَ:لَمَّا هَاجَرَ سُهَيْلٌ وَصَفْوَانُ ابْنَا بَيْضَاءَ مِنْ مَكَّةَ، نَزَلاَ عَلَى كُلْثُوْمِ بنِ الهِدْمِ. قَالَ ابْنُ سَعْدٍ: قَالُوا: وَشَهِدَ سُهَيْلٌ بَدْراً وَهُوَ ابْنُ أَرْبَعٍ وَثَلاَثِيْنَ سَنَةً، وَشَهِدَ أُحُداً ... إِلَى أَنْ قَالَ: وَمَاتَ بَعْدَ رُجُوْعِ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- مِنْ تَبُوْكٍ بِالمَدِيْنَةِ سَنَةَ تِسْعٍ، وَلَمْ يُعْقِبْ. قُلْتُ: وَهُوَ الَّذِي صَلَّى عَلَيْهِ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فِي المَسْجِدِ. وَلَهُمَا أَخٌ اسْمُهُ: سَهْلُ ابْنُ بَيْضَاءَ الفِهْرِيُّ، وَشَهِدَ بَدْراً، وَشَهِدَ أُحُداً....