হাতিব ইব্‌ন ‘আমর ইবন উবায়দ আল-আশজাঈ (রা)

حاطب بن عمرو

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হাবিত ইবন 'আমর (রা) মক্কায় কুরায়শ গোত্রের শাখা বানূ 'আমির ইবন লু’আয়্যি গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, হাতিব ইবন 'আমর ইবন 'আবদ শামস ইবন 'আবদ উদ্বুদ ইবন নাসর ইবন মালিক ইব্‌ন হাসল ইবন 'আমির ইব্‌ন লু’আয়্যি। হাতিব (রা) ছিলেন সুহায়ল, সুলায়ত ও সাকরান-এর নেতা। তিনি প্রথম যুগেই, এমনকি রাসূলুল্লাহ (সা) আরকম গৃহে প্রবেশের পূর্বে ইসলাম গ্রহণ করেন। কাফিরদের অত্যাচার উঠলে তিনি হাবশায় ১ম বার এবং পরে ২য় বার হিজরত করেন। এক বর্ণনামতে তিনিই ছিলেন সর্বপ্রথম হারশায় হিজরতকারী। ইমাম যুহরী এই মত দৃঢ়ভাবে সমর্থন করছেন। এভাবে তিনি মদীনায় হিজরতসহ তিনবার হিজরত করার সৌভাগ্য লাভ করেন। এক বর্ণনামতে তিনি জা'ফর ইবন আবী তালিব (রা)-এর সাথে সর্বশেষ হাবশায় গমন করেন। কিন্তু ঐতিহাসিক বালাযুরী একে ভুল বলে আখ্যায়িত করেছেন। তিনি উম্মুল মু'মিনীন হযরত সাওদা বিনত যাম'আ (রা)-কে রাসূলুল্লাহ (সা)-এর সাথে বিবাহ দেন। এতে বুঝা যায় যে, তিনি মদীনায় হিজরতের পূর্বে হাবশা হতে মক্কায় প্রত্যাবর্তন করেছেন। সাওদা (রা) ছিলেন তাঁরই ভ্রাতা... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

حاطب بن عمرو بن عبد شمس ب د ع: حاطب بْن عمرو بْن عبد شمس بْن عبد ود بْن نصر بْن مالك بْن حسل بْن عامر بْن لؤي أخو سهيل وسليط والسكران بني عمرو أسلم قبل دخول رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دار الأرقم بْن أَبِي الأرقم، وهاجر إِلَى أرض الحبشة الهجرتين معًا، وهو أول من هاجر إليها في قول، وشهد بدرًا مع النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ موسى بْن عقبة، وابن إِسْحَاق، والواقدي فيمن هاجر إِلَى أرض الحبشة، وفيمن شهد بدرًا: حاطب بْن عمرو، من بني عامر بْن لؤي، وقيل فيه: أَبُو حاطب، ويرد في الكنى، إن شاء اللَّه تعالى....

হাতিব ইব্‌ন ‘আমর ইবন উবায়দ আল-আশজাঈ (রা) | মুসলিম বাংলা