হামযা ইব্ন ‘আবদিল মুত্তালিব (রা) ইব্ন হাশিম ইবন 'আবদ মানাফ ইবন কুসায়্যি আল-কুরাশী
حمزة بن عبد المطلب
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হামযা ইব্ন ‘আবদিল মুত্তালিব (রা) ইব্ন হাশিম ইবন 'আবদ মানাফ ইবন কুসায়্যি আল-কুরাশী, একজন বিশিষ্ট সাহাবী এবং রাসূলুল্লাহ (সা)-এর চাচা ও দুধ ভাই। রাসূলুল্লাহ (সা) ও হযরত হামযা (রা) উভয়েই আবূ লাহাবের দাসী ছুওয়াইবার দুগ্ধ পান করন। হামযা (রা)-এর মাতার নাম ছিল হালা বিনত উহায়ব ইব্ন ‘আবদ মানাফ ইবন যুহরা, যিনি ছিলেন রাসূলুল্লাহ (সা)-এর মাতা আমিনার চাচাতো ভগ্নী, উপনাম আবূ ‘উমারা ও আবূ ইয়া'লা। উপাধি আসাদুল্লাহ ও সায়্যিদুশ শুহাদা। হযরত হামযা (রা) রাসূলুল্লাহ (সা) হতে ছয় বছর (মতান্তরে দুই বছর) পূর্বে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ছিল তাঁর অগাধ স্নেহ ও ভালোবাসা। তাঁর ইসলাম গ্রহণের ঘটনায় তার প্রমাণ পাওয়া যায়। বাল্যকাল হতেই তরবারি চালনা ও তীরন্দাজীর প্রতি তাঁর প্রবল ঝোঁক ছিল। তিনি ছিলেন তৎকালীন আরবের একজন খ্যাতিমান বীর পাহলোয়ান ও সুনিপুণ যোদ্ধা। শিকার করার প্রতিও ছিল তাঁর প্রচুর আগ্রহ। তাই স্বভাবতই তিনি তীর-ধনুক ও তরবারি নিয়ে মরুভূমিতে ঘুরে বেড়াতেন এবং শিকার করতেন। একদিন রাসূলুল্লাহ (সা)... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
ابن هاشم بن عبد مناف بن قصي بن كلاب . [ ص: 172 ] الإمام البطل الضرغام أسد الله أبو عمارة ، وأبو يعلى القرشي الهاشمي المكي ثم المدني البدري الشهيد ، عم رسول الله - صلى الله عليه وسلم - ، وأخوه من الرضاعة . قال ابن إسحاق لما أسلم حمزة ، علمت قريش أن رسول الله - صلى الله عليه وسلم - قد امتنع ، وأن حمزة سيمنعه ، فكفوا عن بعض ما كانوا ينالون منه . قال أبو إسحاق : عن حارثة بن مضرب ، عن علي : قال لي رسول الله - صلى الله عليه وسلم - : " ناد حمزة " ، فقلت : من هو صاحب الجمل الأحمر ؟ فقال حمزة : هو عتبة بن ربيعة . فبارز يومئذ حمزة عتبة فقتله . وروى أسامة بن زيد ، عن نافع ، عن ابن عمر ، قال : سمع رسول الله - صلى الله عليه وسلم - ، نساء... বিস্তারিত পড়ুন