ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আওফ ইবনুল হারিছ আন-নাজ্জারী (রা) মদীনার খাযরাজ গোত্রের নাজ্জার শাখায় তাঁর জন্ম। পিতার নাম হারিছ ইব্ন রিফা'আ এবং মাতার নাম ‘আফরা বিন্ত ‘উবায়দা ইব্ন ছা'লাবা। তিনি সাহাবিয়্যা ছিলেন। ‘আওফ (রা)-এর বংশলতিকা হল, ‘আওফ ইবনুল হারিছ ইব্ন রিফা'আ ইবনুল হারিছ ইবন সাওয়াদ ইবন মালিক ইব্ন গান্ম ইবন মালিক ইবনুন নাজ্জার আল-আনসারী আল-খাযরাজী। যে ছয়জন আনসার নবুওয়াতের একাদশ বর্ষে মক্কায় হজ্জের মৌসুমে হযরত রাসূলে কারীম (সা)-এর দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন 'আওফ (রা) ছিলেন তাঁদের অন্যতম। অতঃপর তিনি তাঁর সেই পাঁচ সঙ্গীসহ মদীনায় ইসলাম প্রচার করতে থাকেন। তাঁদের প্রচেষ্টায় মদীনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছেছিল। (ইব্ন সা'দ, ১খ. ২১৯) নবুওয়াতের দ্বাদশ বর্ষে আবার রাসূলুল্লাহ (সা)-এর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি অন্য এগার ব্যক্তির সাথে মক্কায় আগমন করেন এবং রাত্রিবেলা মিনায় ‘আকাবার নিকট রাসূলুল্লাহ (সা)-এর হাতে নিম্নলিখিত বিষয়ে বায়'আত (আনুগত্যের শপথ) গ্রহণ করেন : আল্লাহ তা'আলার সাথে কাউকে শরীক করবেন না; চুরি করবেন না;... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
- عَوْفُ بْنُ الْحَارِثِ بْنِ رِفَاعَةَ بْنِ الْحَارِثِ بن سواد بن مالك بن غنم وأمه عفراء بِنْت عُبَيْد بْن ثَعْلَبَة بْن عُبَيْد بْن ثَعْلَبَة بْن غنم. ويجعل فِي الستة النفر الذين أسلموا أول من أسلم من الأَنْصَار بمكّة وشهد العقبتين فِي رواية مُحَمَّد بن عمر. وفي رواية محمد بْن إِسْحَاق شهِدَ العقبة الآخرة مع السبعين من الأَنْصَار. وشهد بدْرًا هُوَ وأخواه مُعَاذ ومعوذ ثلاثة فِي رواية أبي معشر ومحمد بن عمر وعبد الله بن محمد بْن عمارة الْأَنْصَارِيّ. وكان محمد بْن إِسْحَاق يزيد فيهم واحدًا فيجعلهم أربعة إخوة شهدوا بدْرًا يضم إليهم رفاعة بْن الْحَارِث بْن رفاعة. قال محمد بن رفاعة: وليس ذلك عندنا بثبت. وقتل عوف بْن الْحَارِث يوم بدْر شهيدًا. قتله أَبُو جهل بْن هشام بعد أن ضربه عوف وأخوه معوذ ابنا الْحَارِث فأثبتاه. ولعوف عقب. أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ سِيرِينَ يَقُولُ فِي قَتْلِ أَبِي جَهْلٍ: أَقْعَصَهُ ابْنَا عَفْرَاءَ... বিস্তারিত পড়ুন