আওস ইবনুস সামিত ইবন কায়স আল-খাযরাজী (রা)

أَوْسُ بْنُ الصَّامِتِ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আওস ইবনুস সামিত ইবন কায়স আল-খাযরাজী (রা) আওস ইবনুস সামিত ইবন কায়স আল-আনসারী (রা)।খ্যাতনামা সাহাবী “উবাদা ইবনুস সামিত (রা)-এর ভাই। মদীনার খাযরাজ গোত্রে আনুমানিক ৫৮৪ খৃ. তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, আওস ইবনুস সামিত ইবন কায়স ইব্‌ন ‘আসরাম ইবন ফিহর ইব্‌ন ছা'লাবা ইব্‌ন গানম (কাওকাল ) ইবন আওফ ইবন 'আমর ইবন 'আওফ ইবনুল খাযরাজ আল-আনসারী। তাঁর মাতার নাম কুররাতুল ‘আয়ন বিন্ত ‘উবাদা ইবন নাদলা। আওস ইবনুস-সামিত (রা) মদীনায় ইসলাম প্রচারের প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে মারছাদ ইবন আবী মারছাদ আল-গানাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। আওস ইবনুস সামিত (রা) একজন ভাল বীর যোদ্ধা ছিলেন। তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)- এর সাথে অংশগ্রহণ করেন। স্বীয় চাচাতো বোন খাওলা বিনত ছা'লাবা (মতান্তরে খুওয়াইলা বিত মালিক ইব্‌ন ছা'লাবা) কে তিনি বিবাহ করেছিলেন। একদিন স্ত্রীকে তিনি বলে ফেলেছিলেন, 'তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মত'। ইসলামী পরিভাষায় এ... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أَوْسُ بْنُ الصَّامِتِ - أَوْسُ بْنُ الصَّامِتِ بْنِ قَيْسِ بْنِ أصرم بْن فهر بن ثعلبة بن غنم وأمه قرة العين بنت عبادة بن نضلة بْن مالك بْن العجلان. وكان لأوس من الولد الرَّبِيع وأمه خَوْلَةُ بِنْت ثَعْلَبَة بْن أَصْرَمَ بْن فِهْرِ بْن ثعلبة بن غنم بْن عوف وهي المجادلة الّتي أنزل الله. عزّ وجل. فيها الْقُرْآنَ: «قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجادِلُكَ فِي زَوْجِها» المجادلة: . وآخى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَيْنَ أوس بْن الصامت ومرثد بْن أبي مرثد الغنوي. وشهد أوس بدْرًا وأحدًا والخندق والمشاهد كلها مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وبقي بعد النّبيّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - دهرًا. وذكر أنّه أدرك عُثْمَان بْن عَفَّانَ. قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ أَوَّلَ مَنْ ظَاهَرَ فِي الإِسْلامِ أَوْسُ بْنُ الصَّامِتِ. وَكَانَ بِهِ لَمَمٌ. وَكَانَ يُفِيقُ أَحْيَانًا. فَلاحَى امْرَأَتَهُ خَوْلَةَ... বিস্তারিত পড়ুন