‘আদিয়্যি ইব্‌ন আবিয-যাগবা আল-জুহানী (রা)

عدي بن أبي الزغباء

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

'আদিয়িা ইবন আবিয-যাগবা আল-আনসারী (রা)-এর পিতার নাম সিনান ইবন সুবায়' । মদীনার জুহায়না গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল আদিয়্যি ইব্‌ন আরিয-যাগবা সিনান ইব্‌ন সুবায়' ইব্‌ন ছা'লাবা ইব্‌ন রাবী'আ ইবন যুহরা ইবন বুযাইল (ইব্‌ন সা'-এর বর্ণনামতে বুহাইল) ইব্‌ন সা'দ 'আদিয়্যি ইব্‌ন নাসর ইবন কাহিল ইন নাসর ইবন মালিক ইব্‌ন গাতফান ইব্‌ন কায়স ইন জাহয়না আল-জুহানী। তিনি ছিলেন নাজ্জার গোত্রের মিত্র। ‘আদিয়্যি (রা) ছিলেন একজন হুঁশিয়ারী সাহাবী। তাই বদর যুদ্ধের প্রাক্কালে শাম থেকে আগত কুরায়শদের বাণিজ্য প্রতিনিধি দলের সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর হিসাবে রাসূলুল্লাহ (সা) হযরত বাসবাস ইব্‌ন আমর আল-জুহানী (রা)- এর সাথে 'আদিয়্যি ইব্‌ন আবিয যাগবা (রা)-কে প্রেরণ করেন। তাঁরা বদর প্রান্তরে পৌঁছে জানতে পারেন যে, বাণিজ্য প্রতিনিধি দল সে এলাকা অতিক্রম করে চলে গিয়েছে। অতঃপর ফিরে গিয়ে তাঁরা রাসূলুল্লাহ (সা)-কে এ সংবাদ অবহিত করেন। তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)- এর সাথে অংশগ্রহণ করেন। তিনি হযরত উমার ইবনুল খাত্তাব (রা)-এর শাসনামলে ইন্তিকাল করেন।... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

عدي بن أبي الزغباء ب د ع: عدي بْن أَبِي الزغباء واسمه سنان بْن سبيع بْن ثعلبة بْن رَبِيعة بْن زهرة بْن بذيل بْن سعد بْن عدي بْن كاهل بْن نصر بْن مَالِك بْن غطفان بْن قيس بْن جهينة الجهني، حليف بني مَالِك بْن النجار من الأنصار شهد بدرًا وأحدًا، والخندق، والمشاهد كلها مَعَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وهو الَّذِي أرسله رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ بسبس بْن عَمْرو يتجسسان الأخبار من غير أَبِي سُفْيَان فِي وقعة بدر. أَخْرَجَهُ الثلاثة. بذيل: بضم الباء الموحدة، وفتح الذال المعجمة....

‘আদিয়্যি ইব্‌ন আবিয-যাগবা আল-জুহানী (রা) | মুসলিম বাংলা