আবদুল্লাহ ইব্ন ‘আবদিল্লাহ ইব্ন উবায়্যি ইব্ন সালুল আল-আনসারী (রা)
عبد الله بن عبد الله بن أبي الأنصاري
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
'আবদুল্লাহ ইব্ন 'আবদিল্লাহ ইবন উবায়্যি আল-আনসারী (রা) মদীনার খাযরাজ গোত্রের সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মুনাফিক সরদার ‘আবদুল্লাহ ইবন উবাই ইবন সাল। সালূল ছিলেন, ‘খুযা'আ গোত্রের এক মহিলা। তিনি ছিলেন উবাই-এর মাতা। সেই সূত্রে বলা হয় ‘আবদুল্লাহ ইব্ন উবাই ইবন সালূল। রাসূলুল্লাহ (সা)-এর হিজরতের পূর্বে মদীনার খাযরাজ গোত্র এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে, তারা ‘আবদুল্লাহ (রা)-এর পিতা 'আবদুল্লাহ ইব্ন উবাইকে নেতৃত্বের রাজমুকুট পরিধান করাবে এবং তার উপর নেতৃত্বভার অর্পণ করবে। কিন্তু রাসূলুল্লাহ (সা)-এর হিজরতের ফলে সে পরিকল্পনা নস্যাত হয়ে যায় এবং নেতৃত্বভার অর্পিত হয় নবী করীম (সা)-এর উপর। এতে স্বভাবতই ‘আবদুল্লাহ ইবনে উবাই ক্ষিপ্ত হয়ে নবী করীম (সা)-এর উপর এবং হিংসাপ্রবণ হয়ে সে রাসূলুল্লাহ (সা)-এর বিরোধিতা শুরু করে। কিন্তু বিরোধিতায় সুবিধা করতে পারবে না জেনে বাহ্যিকভাবে সে মুসলমান হয়। আর অন্তরে অন্তরে বিরোধিতা ও ঘৃণা পোষণ করতে থাকে। এ জন্য সে পরিচিত হয় মুনাফিক সরদাররূপে। কিন্তু পিতা মুনাফিক সরদার হলেও তার পুত্র 'আবদুল্লাহ ইব্ন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
ب د ع: عَبْد اللَّه بْن عَبْد اللَّه بْن أُبي بْن مَالِك بْن الحارث بْن عُبَيْد بْن مَالِك بْن سالم بْن غنم بْن عوف بْن الخزرج الْأَنْصَارِيّ الخزرجي وسالم يُقال لَهُ الحبلى لعظم بطنه، وله شرف فِي الأنصار، وأبوه عَبْد اللَّه بْن أبي، وهو المعروف بابن سلول، وكانت سلول امْرَأَة من خزاعة، وهي أم أُبي، وأبيه عَبْد اللَّه بْن أُبي هُوَ رأس المنافين، وكان ابنه عَبْد اللَّه بْن عَبْد اللَّه من فضلاء الصحابة وخيارهم، وكان اسمه الحُباب، وبه كَانَ أَبُوهُ يكنى أبا الْحُبَاب، فلما أسلم سماه رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْد اللَّه. وشهد بدرًا، وأُحدًا، والمشاهد كلها مَعَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وكانت الخزرج قَدْ أجمعت عَلَى أن يتوجوا أباه عَبْد اللَّه بْن أَبِي ويملكوه أمرهم قبل الْإِسْلَام، فلما جاء النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رجعوا عن ذَلِكَ، فحسد النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وأخذته العزة، فأضمر النفاق، وهو الَّذِي قَالَ فِي غزوة بني المصطلق: {لَئِنْ رَجَعْنَا... বিস্তারিত পড়ুন