ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
'আবদুল্লাহ ইবন উমায়র আল-আনসারী। মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ খিদারায় জন্মগ্রহণ করেন। ইব্ন মানদ ও আবূ নু'আয়ম-এর বর্ণনামতে বান্ খুদরায় জন্ম হেতু তিনি খুদরী। প্রকৃতপক্ষে তাঁর পূর্বপুরুষ খিদারা ও খুদরা ছিলেন দুই ভাই। তাই সীরাতবিদগণ কেউ তাকে খিদারা আবার কেউ তাঁকে খুদরা-এর সাথে সম্পৃক্ত করেছেন। তার বংশলতিকা হল, 'আবদুল্লাহ ইব্ন উমায়র ইবন 'আদিয়্যি ইবন উছমানয়া ইবন খিদারা ইবন 'আওফ ইবনুল হারিছ ইবনুল খাযরাজ। ইবন মাকূলার বর্ণনায় বংশলতিকা তাঁর দাদা থেকে কিছু পরিবর্তন দেখা যায়। তাঁর বর্ণনা মতে, 'আবদুল্লাহ ইব্ন ‘উমায়র ইব্ন হারিছা ইব্ন ছা'লাবা ইব্ন খাল্লাস ইব্ন উছমানয়া ইবন খিদারা। ইব্ন সা'দ এ বংশলতিকাটি গ্রহণ করেছেন তবে তিনি খিদারাকে জিদারা বলে উল্লেখ করেছেন। হাফিজ ইব্ন হাজার আসকালানীও এ বর্ণনাটি ঠিক বলে মত ব্যক্ত করেছেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। এ ব্যাপারে কোন সীরাতবিদ-এর দ্বিমত নেই। তবে তাঁর জীবন চরিত সম্পর্কে আর কিছু জানা যায় না।...
আরবী জীবনী
عَبْد الله بْن عمير - عَبْد الله بْن عمير بْن حارثة بْن ثَعْلَبَة بْن خلاس بْن أمية بْن جدارة. ذكره مُوسَى بْن عُقْبَة ومحمد بْن إِسْحَاق وأبو معشر ومحمد بْن عُمَر فيمن شهِدَ بدْرًا. ولم يذكره عَبْد الله بْن مُحَمَّد بْن عمارة الْأَنْصَارِيّ ولم يعرف نسبه. ثلاثة نفر. ومن بني الأبجر وهو خدرة بْن عوف بْن الْحَارِث بْن الخزرج...