'আবদুল্লাহ ইব্‌ন কায়স ইব্‌ন খালিদ ইবন খালদা (রা)

عبد الله بن قيس بن خالد

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আবদুল্লাহ ইব্‌ন কায়স আল আনসারী আল-খাযরাজী। তাঁকে ইব্‌ন ছবায়শও বলা হয়। মদীনার খাযরাজ গোত্রের নাজ্জার শাখায় তাঁর জন্ম। বংশলতিকা হল, 'আবদুল্লাহ ইব্‌ন কায়স ইব্‌ন খালিদ ইবন খালদা ইবনুল হারিছ তাঁর ইব্‌ন সাওয়াদ ইবন মালিক ইব্‌ন গানম ইব্‌ন মালিক ইবনুন-নাজ্জার। প্রামাণ্য সূত্রে তাঁর জন্মতারিখ জানা যায় না। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। 'আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইবন 'আম্মারা আল-আনসারীরা বর্ণনামতে তিনি উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। কিন্তু ওয়াকিদীর বর্ণনা মতে তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং হযরত 'উছমান (রা)-এর খিলাফাত আমলে ইন্তিকাল করেন। ‘আবদুর রহমান ‘উমায়রা নামে তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান ছিল। তাঁর স্ত্রীর নাম ছিল সু'আদ বিন্ত কায়স ইবন মুখাল্লাদ।...

আরবী জীবনী

عبد الله بن قيس بن خالد عَبْد اللَّه بْن قبس بْن خَالِد بْن خلدة بْن الحارث بْن سواد بْن مَالِك بْن غنم بْن مَالِك بْن النجار الْأَنْصَارِيّ الخزرجي ثُمَّ النجاري شهد بدرًا، قاله مُوسَى بْن عقبة، عَنِ ابْنِ شهاب، وقاله ابْنُ إِسْحَاق، وذكر مُحَمَّد بْن سعد، عَنْ عَبْد اللَّه بْن مُحَمَّد بْن عمارة الْأَنْصَارِيّ، أَنَّهُ قتل شهيدًا يَوْم أحد، وأنكر مُحَمَّد بْن عُمَر يعني الواقدي ذَلِكَ، وقَالَ: عاش عَبْد اللَّه هَذَا وشهد المشاهد كلها مَعَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وتوفي فِي خلافة عثمان رَضِي اللَّه عَنْهُمَا، قيل: أَنَّهُ لم يعقب. أَخْرَجَهُ أَبُو نعيم، وَأَبُو عُمَر، وَأَبُو مُوسَى، وقَالَ أَبُو مُوسَى: أفرده أَبُو نعيم، عَنِ الَّذِي يروي حديثه ابْنُ عَبَّاس فِي الكبر، ويحتمل أن يكون هُوَ هُوَ، وهو قبل هَذِهِ الترجمة...

'আবদুল্লাহ ইব্‌ন কায়স ইব্‌ন খালিদ ইবন খালদা (রা) | মুসলিম বাংলা