ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘আবদুল্লাহ ইবন জুবায়র ইবনুন নু'মান আল-আনসারী আওসী (রা) মদীনার খ্যাতনামা আওস গোত্রের শাখা বানূ ছা'লাবায় জন্মগ্রহণ করেন। তাঁর মাতা ছিলেন বানু 'আবদিল্লাহ ইব্ন গাতফান গোত্রের মহিলা। তিনি খাওওয়াত ইবন জুবায়র ইবনুন নু'মান ইব্ন উছমানয়া ইবনুল বুরাক (যার নাম ইমরুল কায়স) ইন ছা'লাবা ইবন 'আমর ইবন 'আওফ ইব্ন মালিক ইবনিল আওস আল-আনসারী। তিনি 'আকাবার শপথে অংশগ্রহণ করেন। বদর ও উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং উহুদ যুদ্ধেই শহীদ হন। উহুদ যুদ্ধের সময় রাসূলুল্লাহ (সা) ৫০ জনের একটি তীরন্দায় বাহিনীকে পাহাড়ের উপর একটি গিরিপথে মোতায়েন করেন। 'আবদুল্লাহ ইবন জুবায়র (রা)-কে উক্ত বাহিনীর আমীর নিযুক্ত করেন। রাসূলুল্লাহ (সা) তাদেরকে কঠোরভাবে নির্দেশ দেন যে, তোমরা এখানে থেকেই আমাদেরকে শক্তি যোগাবে। কোন অবস্থাতেই তোমাদের স্থান ত্যাগ করবে না। অংশগ্রহণ করবে না। আর যদি দেখ যে, ‘আমরা সবাই নিহত হয়েছি তাহলেও আমাদের সাহায্যার্থে নেমে আসবে না। অতঃপর কাফিররা যখন পরাজিত হয়ে পলায়ন করল এবং মুসলমানগণ তাদের পশ্চাদ্ভাবন করল। আর গনীমতের সম্পদ সংগ্রহ করতে লাগল তখন কিছু... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَبْد الله بْن جُبَيْر - عَبْد الله بْن جُبَيْر بْن النُّعمان بْن أُمَيَّةَ بْنِ البرك وهو امرؤ القيس بن ثَعْلَبَة بْن عَمْرو بْن عوف. وأمه من بني عَبْد الله بْن غطفان. وشهد العقبة مع السبعين من الأنصار في رواية موسى بن عقبة ومحمد بن إسحاق وأبي معشر ومحمد بن عُمَر. وشهد عَبْد الله بدْرًا واحدًا. وَاسْتَعْمَلَهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يوم أحد على الرماة وهم خمسون رجلًا وأمرهم فوقفوا على عينين. وهو جبل بقناة. وأوعز إليهم فقال: قوموا على مصافكم هَذَا فاحموا ظهورنا فَإِن رأيتمونا قد غنمنا فلا تشركونا وإن رأيتمونا نقتل فلا تنصرونا. فَلَمَّا انهزم المشركون وتبعهم المسلمون يضعون السلاح فيهم حيث شاءوا وينهبون عسكرهم ويأخذون الغنائم فقال بعض الرماة لبعض: ما تقيمون هاهنا فِي غير شيء فقد هزم الله العدو فأغنموا مع إخوانكم. وقال بعضهم: ألم تعلموا أن رسول الله - صلى الله عليه وسلم - قال لكم احموا ظهورنا؟ فلا تبرحوا مكانكم. فقال الآخرون:... বিস্তারিত পড়ুন