'আবদুল্লাহ ইবন যায়দ ইবন 'আবদ রাব্বিহ আল-খাযরাজী (রা)
عَبْدُ اللهِ بنُ زَيْدِ بنِ عَبْدِ رَبِّهِ بنِ ثَعْلَبَةَ الأَنْصَارِيُّ الخَزْرَجِيُّ
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
'আবদুল্লাহ ইব্ন যায়দ আল-খাযরাজী (রা) ছিলেন আযানের স্বপ্নদ্রষ্টা। উপনাম (ডাকনাম) আবু মুহাম্মদ। মদীনায় খ্যাতিমান খাযরাজ গোত্রের শাখা বানু জুশাম ইবনুল হারিছ-এ আনুমানিক ৫৮৮ খৃস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, 'আবদুল্লাহ ইবন যায়দ ইবন 'আবদ রাব্বিহ ইবন যায়দ ইবনুল হারিছ ইবনুল-খাযরাজ আল-আনসারী আল-খাযরাজী। সীরাতের কিতাবসমূহে তার বংশলতিকায় তার দাদার নাম ছা'লবা ইবন 'আবদ রাব্বিহ বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু 'আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন 'আম্মারা আল-আনসারী (রা)-এর বর্ণনা হল, 'আবদুল্লাহ ইবন যায়দ (রা)-এর পিতৃপুরুষের মধ্যে ছা'লাবা নামে কেউ নেই। বরং তাঁর দাদা হলেন 'আবদ রাব্বিহ ইবন যায়দ । *আবদুল্লাহ ইব্ন যায়দ (রা) ‘আকাবার দ্বিতীয় শপথে অংশগ্রহণ করেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) ও মুসলমানগণ হিজরত করে মদীনায় আগমন করলে একত্রে সালাত আদায়ের জন্য মসজিদে নববী নির্মাণ করা হল। এরপর কীভাবে একই সময়ে সালাতের জন্য মসজিদে একত্রিত হওয়া যায়- এ ব্যাপারে রাসুলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামের পরামর্শ চাইলেন। কেউ বললেন, পতাকা উড্ডীন করা হোক, কেউ বললেন, শঙ্খ বা ঘণ্টা ধ্বনী বাজিনো হোক। সে রাতেই ‘আবদুল্লাহ ইব্ন যায়দ... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَبْدُ اللهِ بنُ زَيْدِ بنِ عَبْدِ رَبِّهِ بنِ ثَعْلَبَةَ الأَنْصَارِيُّ الخَزْرَجِيُّ، المَدَنِيُّ، البَدْرِيُّ، مِنْ سَادَةِ الصَّحَابَةِ.شَهِدَ: العَقَبَةَ، وَبَدْراً، وَهُوَ الَّذِي أُرِيَ الأَذَانَ، وَكَانَ ذَلِكَ فِي السَّنَةِ الأُوْلَى منَ الهِجْرَةِ. لَهُ أَحَادِيْثُ يَسِيْرَةٌ، وَحَدِيْثُهُ فِي (السُّنَنِ الأَرْبَعَةِ) . وَقِيْلَ: إِنَّ ذِكْرَ ثَعْلَبَةَ فِي نَسَبِهِ خَطَأٌ. حَدَّثَ عَنْهُ: سَعِيْدُ بنُ المُسَيِّبِ، وَعَبْدُ الرَّحْمَنِ بنُ أَبِي لَيْلَى - وَلَمْ يَلْقَهُ - وَمُحَمَّدُ بنُ عَبْدِ اللهِ وَلَدُهُ. تُوُفِّيَ: سَنَةَ اثْنَتَيْنِ وَثَلاَثِيْنَ. إِسْحَاقُ الفَرْوِيُّ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بنُ عُمَرَ العُمَرِيُّ، عَنْ بِشْرِ بنِ مُحَمَّدِ بنِ عَبْدِ اللهِ بنِ زَيْدٍ، قَالَ: قَدِمْتُ عَلَى عُمَرَ بنِ عَبْدِ العَزِيْزِ، فَقُلْتُ: يَا أَمِيْرَ المُؤْمِنِيْنَ! أَنَا ابْنُ صَاحِبِ العَقَبَةِ، وَبَدْرٍ، وَابْنُ الَّذِي أُرِيَ النِّدَاءَ. فَقَالَ عُمَرُ: يَا أَهْلَ الشَّامِ: هَذِي المَكَارِمُ لاَ قَعْبَانِ مِنْ لَبَنٍ ... شِيْبَا بِمَاءٍ، فَعَادَا بَعْدُ أَبْوَالاَ الأَعْمَشُ: عَنْ عَمْرِو بنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بنِ أَبِي لَيْلَى، قَالَ:حَدَّثَنَا أَصْحَابُ مُحَمَّدٍ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-: أَنَّ عَبْدَ اللهِ بنَ زَيْدٍ جَاءَ إِلَى النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَقَالَ: يَا رَسُوْلَ اللهِ! إِنِّي رَأَيْتُ فِي المَنَامِ كَأَنَّ رَجُلاً قَامَ... বিস্তারিত পড়ুন