ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
'আবদুল্লাহ ইবনুন নু'মান ইব্ন বালদামা আল-খাযরাজী (রা) মদীনায় খাযরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম ও মৃত্যু তারিখ অজ্ঞাত। মুহাম্মদ ইবন ইসহাক, মুসা ইবন উকবা ও আবূ মা'শার (রা)-এর বর্ণনামতে তাঁর দাদার নাম ছিল বালদামা ইব্ন খুনাস। কিন্তু মুহাম্মদ ইবন উমর-এর বর্ণনামতে বালযামা। তাঁর বংশলতিকা হল, ‘আবদুল্লাহ ইবনুন নু'মান ইব্ন 'আদিয়্যি ইব্ন গানম ইবন কা'ব ইবন সালামা আল আনসারী। আবদুল্লাহ (রা) বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর কোন বংশধর ছিল না।...
আরবী জীবনী
عبد الله بن النعمان ب س: عَبْد اللَّه بْن النعمان بْن بلدمة بْن خناس بْن سنان بْن عُبَيْد بْن عدي بْن غنم بْن كعب بْن سَلَمة الْأَنْصَارِيّ الخزرجي السلمي، قَالَ ابْنُ هشام، وَيُقَال: بلدمة، يعني: بالضم، وبلذمة، بالذال المنقوطة، وهو ابْنُ عم أَبِي قَتَادَة، شهد عَبْد اللَّه بدرًا، وأُحدًا، قاله ابْنُ إِسْحَاق، وموسى. أَخْرَجَهُ أَبُو عُمَر، وَأَبُو مُوسَى مختصرًا....