‘আবদুল্লাহ ইবনুল জাদ্দ ইব্‌ন কায়স আল-খাযরাজী (রা)

عَبْد الله بْن الجد

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

'আবদুল্লাহ ইবনুল-জাদ্দ ইবন কায়স আল-আনসারী (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ সালামা গোত্রে জন্মগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্মগ্রহণ ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর মাতার নাম হিনদ বিনতে সাহল, যিনি ছিলেন জুহায়না গোত্রের মহিলা। খ্যাতনামা সাহাবী ‘মুআয ইবন জাবাল (রা) ছিলেন তাঁর বৈপিত্রেয় ভাই। পিতার নাম আল-জাদ্দ ইবন কায়স, যিনি বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূলুল্লাহ (সা)-এর সাথে বিভিন্ন যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন; কিন্তু আসলে তিনি ছিলেন একজন মুনাফিক। তাই তাবূক যুদ্ধের সময় তার সম্পর্কে নাযিল হয় : وَمِنْهُم مَّن يَقُولُ ائْذَن لِّي وَلَا تَفْتِنِّي ۚ أَلَا فِي الْفِتْنَةِ سَقَطُوا ۗ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌ بِالْكَافِرِينَ “তাদের মধ্যে এমন লোক আছে, যে বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে ফিতনায় ফেলো না।' সাবধান! ওরাই ফিতনায় পড়ে আছে। জাহান্নামতো কাফিরদেরকে বেষ্টন করেই আছে।” (৯ : ৪৯) পিতা মুনাফিক থাকলেও পুত্র হযরত ‘আবদুল্লাহ ইবনুন জাদ্দ (রা) ছিলেন একনিষ্ঠ মুসলমান। তাঁর বংশলতিকা হল, 'আবদুল্লাহ ইবনুল জাদ্দ ইব্‌ন কায়স ইব্‌ন সাখর ইব্‌ন খানসা ইবন সিনান ইব্‌ন উবায়দ ইব্‌ন... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

- عَبْد الله بْن الجد بْن قَيْس بن صخر بن خنساء بن سنان بن عبيد وأمه هند بِنْت سهل من جهينة ثُمَّ من بني الربعة. وأخوه لأمه مُعَاذ بْن جبل. شهِدَ عَبْد الله بدْرًا وأحدًا وكان أَبُوهُ الجد بْن قَيْس يكنى أَبَا وهب. وكان قد أظهر الْإِسْلَام وَغَزَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - غزوات. وكان منافقًا وفيه نزل حين غَزَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تبوك: «وَمِنْهُمْ مَنْ يَقُولُ ائْذَنْ لِي وَلا تَفْتِنِّي أَلا فِي الْفِتْنَةِ سَقَطُوا» التوبة: . وليس لعبد الله بْن الجد عقب والعقب لأخيه مُحَمَّد بْن الجد بْن قَيْس....