ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
'আবদুল্লাহ ইবনুল হুমারির আল-আশজাঈ (রা) মদীনার বানু দুহমান গোত্রের আশজা' শাখায় জন্মগ্রহণ করেন। তাঁরা ছিলেন আনসারদের বানু খানসা ইবন সিনান গোত্রের মিত্র। ইবন ইসহাক ও ইবন মাকুলা প্রমুখের বর্ণনা মতে তাঁর পিতার নাম হুমায়্যির। ইউনুস ইন বুকায়র তার নাম ঘুমায়র বলে উল্লেখ করেছেন। 'আবদুল্লাহ ইবনুল-হুমাত্ম্যির (রা) তাঁর ভাই খারিজা (রা) সহ বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। 'আবদুল্লাহ (রা) উহুদ যুদ্ধেও অংশগ্রহণ করেন।...
আরবী জীবনী
عبد الله بْن الحمير الأشجعي من بني دهمان، حليف لبني خنساء بن سنان من الأنصار. شهد بدرا مع أخيه خارجة، وشهد أحدا رضى الله عنه....