'আব্বাদ ইবন কায়স ইবন 'আমির আল-খাযরাজী (রা)

عباد بْن قَيْس

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ যুরায়ক এ তিনি জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, আব্বাদ ইবন কায়স ইবন 'আমির ইবন খালিদ ইবন 'আমির ইবন যুরায়ক ইবন 'আবদ ইব্‌ন হারিছা ইবন মালিক ইবন গাদব ইব্‌ন জুশাম ইবনুল খাযরাজ। ‘আব্বাদ (রা)-এর মাতার নাম ছিল খাওলা বিনত বিশর ইবন ছা'লাবা। ইতিহাস ও সীরাতবিদদের সর্বসম্মত মতে “আব্বাদ (রা) নবুওয়াতের ত্রয়োদশবর্ষে 'আকাবার ২য় শপথে অন্য ৭০ জন আনসারের সাথে শরীক ছিলেন। তিনি স্বীয় ভ্রাতা সুবায়' ইবন কায়স (রা)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধেও তিনি বীরত্বের সাথে অংশগ্রহণ করেন। ৫ হি. মুতার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। 'আবদুর রহমান নামে তাঁর এক পুত্র ছিল, যার মাতা ছিলেন আশজা' গোত্রের মহিলা, নাম উম্মু ছাবিত বিনত “উবায়দ ইবন ওয়াহব।...

আরবী জীবনী

عباد بْن قَيْس - عباد بْن قَيْس بْن عامر بْن خَالِد بْن عامر بْن زريق. وأمه خولة بِنْت بِشْر بْن ثَعْلَبَة بْن عَمْرو بْن عامر بْن زريق. وكان لعباد من الولد عَبْد الرَّحْمَن وأمه أم ثابت بِنْت عُبَيْد بْن وهب من أشجع. شهِدَ العقبة مع السبعين من الأنصار في روايتهم جميعا وشهد بدرا وأحدًا. وتُوُفِّي وله عقب....