ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আব্বাদ ইবন বিশর ইবন ওয়াকশ আল-আওসী (রা)। মদীনার খ্যাতনামা আওস গোত্রের শাখা বানূ আবদিল আমহাল এ আনুমানিক ৫৮৮ খু. তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, 'আব্বাদ ইবন বিশ্বর ইবন ওয়াকশ ইবন যুগবা ইবন যা'উরা ইবন আবদিল আশহাল ইবন জুশাম ইবনুল হারিছ ইবনিল খাযরাজ ইবন 'আমর ইবন মালিক ইবনুল আওস আল-আনসারী। তাঁর উপনাম আবূ বিশর। ভিন্ন মতে আবু'র রাবী'। মাতার নাম ফাতিমা বিন্ত বিশর ইবন 'আদিয়্যি। মদীনায় ইসলামের বাণী প্রচারিত হবার প্রথম দিকেই হযরত 'আব্বাদ ইবন বিশর (রা) মুস'আব ইবন 'উমায়র (রা)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। খ্যাতনামা ও নেতৃস্থানীয় সাহাবী হযরত সা'দ ইবন মু'আয (রা) ও উসায়দ ইবন হুদায়র (রা)-এর পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে আবৃ হুযায়ফা ইবন 'উতবা ইবন রাবী' আর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। আব্বাদ (রা) বদর, উহুদ ও খন্দসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। ইয়াহুদী নেতা কা'ব ইবন আশরাফ বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ে ঈর্ষান্বিত হয়ে মক্কায় গিয়ে... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَبَّادُ بنُ بِشْرِ بنِ وَقْشِ بنِ زُغْبَةَ بنِ زَعُوْرَاءَ الأَنْصَارِيُّ ابْنِ عَبْدِ الأَشْهَلِ الإِمَامُ، أَبُو الرَّبِيْعِ الأَنْصَارِيُّ، الأَشْهَلِيُّ. أَحَدُ البَدْرِيِّيْنَ، كَانَ مِنْ سَادَةِ الأَوْسِ. عَاشَ خَمْساً وَأَرْبَعِيْنَ سَنَةً، وَهُوَ الَّذِي أَضَاءتْ لَهُ عَصَاتُهُ لَيْلَةَ انْقَلَبَ إِلَى مَنْزِلِهِ مِنْ عِنْدِ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-. أَسْلَمَ عَلَى يَدِ مُصْعَبِ بنِ عُمَيْرٍ، وَكَانَ أَحَدَ مَنْ قَتَلَ كَعْبَ بنَ الأَشْرَفِ اليَهُوْدِيَّ. وَاسْتَعْمَلَهُ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- عَلَى صَدَقَاتِ مُزَيْنَةَ، وَبَنِي سُلَيْمٍ، وَجَعَلَهُ عَلَى حَرَسِهِ فِي غَزْوَةِ تَبُوْكٍ، وَكَانَ كَبِيْرَ القَدْرِ -رَضِيَ اللهُ عَنْهُ- أَبْلَى يَوْمَ اليَمَامَةِ بَلاَءً حَسَناً، وَكَانَ أَحَدَ الشُّجْعَانِ المَوْصُوْفِيْنَ. ابْنُ إِسْحَاقَ: عَنْ يَحْيَى بنِ عَبَّادِ بنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيْهِ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: ثَلاَثَةٌ مِنَ الأَنْصَارِ لَمْ يَكُنْ أَحَدٌ يَعْتَدُّ عَلَيْهِم فَضْلاً، كُلُّهُم مِنْ بَنِي عَبْدِ الأَشْهَلِ: سَعْدُ بنُ مُعَاذٍ، وَعَبَّادُ بنُ بِشْرٍ، وَأُسَيْدُ بنُ حُضَيْرٍ.آخَى النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بَيْنَهُ وَبَيْنَ أَبِي حُذَيْفَةَ بنِ عُتْبَةَ بنِ رَبِيْعَةَ. وَرُوِيَ بِإِسْنَادٍ ضَعِيْفٍ عَنْ أَبِي سَعِيْدٍ الخُدْرِيِّ: سُمِعَ عَبَّادُ بنُ بِشْرٍ يَقُوْلُ: رَأَيْتُ اللَّيْلَةَ كَأَنَّ السَّمَاءَ فُرِجَتْ لِي، ثُمَّ أَطْبَقَتْ... বিস্তারিত পড়ুন