আবস ইব্‌ন ‘আমির ইব্‌ন ‘আদিয়্যি ‘আস-সুলামী (রা)

عبس بْن عامر

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আবস ইব্‌ন ‘আমির ইব্‌ন ‘আদিয়্যি ‘আস-সুলামী (রা) মদীনার বানূ সালামা গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মাতার নাম উম্মুল বানীন বিন্ত যুহায়র ইব্‌ন ছা'লাবা। তাঁর বংশলতিকা হল, 'আবস ইবন 'আমির ইবন 'আদিয়্যি ইব্‌ন সিনান ইব্‌ন নাবি' ইবন 'আমর ইব্‌ন সাওয়াদ ইব্‌ন গানম (মতান্তরে তামীম) ইবন কা'ব ইবন সালামা আল আনসারী। ইতিহাস ও সীরাতবিদদের সর্বসম্মত মত যে, আবস ইবন 'আমির (রা) নবুওয়াতের ত্রয়োদশ বর্ষে ৭০ জন আনসার সাহাবীর সাথে মক্কায় গমন করেন এবং সেখানে “আকাবা নামক স্থানে রাসূলুল্লাহ (সা)-এর বায়'আত গ্রহণ করেন, যা ‘আকাবার ২য় শপথ নামে খ্যাত। অতঃপর তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম-মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর ইন্তিকালের পর তাঁর কোন বংশধর জীবিত ছিল না।...

আরবী জীবনী

- عبس بْن عامر بْن عدي بن سِنَان بن نابئ بن عمرو بن سواد. وأمه أم البنين بِنْت زُهَير بْن ثَعْلَبَة بْن عُبَيْد من بني سَلَمَة. شهِدَ العقبة مع السبعين من الأنصار في روايتهم جميعا وشهد بدْرًا وأحدًا وتُوُفِّي وليس له عقب....