আবূ ‘আকীল আল-বালাবী (রা)

أَبُو عَقِيلٍ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আবূ ‘আকীল আল-বালাবী (রা) তাঁর প্রকৃত নাম 'আবদুর রহমান আল ইরাশী। ইসলাম পূর্ব যুগে তাঁর নাম ছিল 'আবদুল ‘উযযা । ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ (সা) তাঁর নাম পরিবর্তন করে 'আবদুর রহমান রাখেন। আবূ ‘আকীল তাঁর উপনাম। এই উপনামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। তিনি মদীনার খ্যাতনামা আওস গোত্রের বালিয়্যি শাখায় জন্মগ্রহণ করেন, যারা বানূ জাহজ্জা বা ইব্‌ন কুলফার মিত্র ছিল। তাঁর বংশ লতিকা হল, আবূ ‘আকীল ‘আবদুর রহমান ইবন আবদিল্লাহ ইব্‌ন ছা'লাবা ইবন বাযহান ইবন 'আমির ইবনুল হারিছ ইবন মালিক ইবন আমির ইব্‌ন উনায়ক ইব্‌ন জুশা ইবন 'আইফিল্লাহ ইব্‌ন তামীম ইব্‌ন ‘আমির ইবন উবায়লা ইব্‌ন কিসমীল ইবন ফারান ইব্‌ন বালিয়্যি ইবন 'আমর ইব্‌ন ইলহাফ ইবন কুদা'আ আল ইরাশী আল উনায়ফী আল-বালাবী। আবূ 'আকীল (রা) বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)- এর সাথে অংশগ্রহণ করেন। তিনি ১২ হি. আবূ বকর (রা)-এর খিলাফত আমলে ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত লাভ করেন। ইয়ামামার যুদ্ধের দিন দিবসের প্রথম ভাগেই সকলে যখন যুদ্ধের... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

- أَبُو عَقِيلٍ. واسمه عَبْد الرَّحْمَن الإراشي الأنيفي بْن عَبْد الله بْن ثَعْلَبَة بْن بيحان بْن عامر بْن الْحَارِث بْن مالك بْن عامر بْن أنيف بْن جشم بْن عائذ الله بن تميم بن عوذة مناة بْن ناج بْن تيم بْن يراش. وهو أراشة بْن عامر بْن عبيلة بْن قسميل بْن فران بْن بلي بْن عَمْرو بْن الحاف بْن قضاعة. وكان اسم أبي عقيل عَبْد العزى فَسَمَّاهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَبْد الرَّحْمَن عدو الأوثان. هكذا نسبه هشام بْن مُحَمَّد بْن السائب الكلبي ومحمد بْن عُمَر. وكان مُحَمَّد بْن إِسْحَاق وأبو معشر ينسبانه إِلَى جشم مثل هَذِهِ النسبة. ثُمَّ يختلفان فِي سائر آبائه إِلَى بلي. وشهد بدْرًا وأحدًا والخندق والمشاهد كلها مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وقتل يوم اليمامة شهيدًا فِي خلافة أبي بَكْر الصَّدَّيق سنة اثنتي عشرة. وله عقب. أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَسْلَمَ الْهَمْدَانِيُّ... বিস্তারিত পড়ুন

আবূ ‘আকীল আল-বালাবী (রা) | মুসলিম বাংলা