ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আবূ ‘উবাদা (রা) মদীনার খাযরাজ গোত্রের শাখা বানূ যুরায়ক ইবন 'আমির-এ জন্ম। তাঁর প্রকৃত নামদ সা'দ ইব্ন উছমান। আবূ উবাদা তাঁর উপনাম। এ নামেই তিনি সমধিক প্রসিদ্ধ। তাঁর বংশলতিকা, আবূ উবাদা সা'দ ইব্ন ‘উছমান ইবন খালদা ইব্ন মুখাল্লাদ ইব্ন ‘আমির ইবন যুরায়ক ইব্ন 'আবদ হারিছা ইব্ন মালিক ইবন গাদব ইব্ন জুম ইবনুল খাযরাজ আল আনসারী আয-যুরাকী। আবূ 'উবাদা (রা)-এর মাতার নাম ছিল হিন্দ বিনতুল 'আজলান ইব্ন গাননা । তিনিও ছিলেন খাযরাজ গোত্রের মহিলা। আবু উবাদা (রা) বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর স্ত্রী সুব্বুল বিন্ত মা'ইস-এর গর্ভে 'উবাদা নামক এক পুত্র জন্মগ্রহণ করেন। নাম থেকেই তিনি উপনাম আবূ ‘উবাদা গ্রহণ করেন। স্ত্রী উম্মু খালিদ-ইবন আমর এর গর্ভে ফারওয়া নামক এক কন্যা, স্ত্রী উনায়সা বিনৃত বিশর ইবন য়াযীদ-এর গর্ভে 'আবদুল্লাহ নামক পুত্র, দাসীর গর্ভে 'আবদুল্লাহ আল-‘আসগর ও ‘উকবা নামক দুই পুত্র এবং জুনদুর বিন্ত মুরায়্যি ইন সিমাক-এর গর্ভে মায়মুনা নামক এক কন্যা জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে আবৃ *উবাদা (রা)-এর বংশধর... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
أَبُو عبادة الأَنْصَارِيّ، اسمه سعد بْن عُثْمَانَ بن خلدة بن مخلد بن عامر ابن زريق الأَنْصَارِيّ الزَّرْقِيّ، شهد بدرًا وأحدًا....