আবূ খুযায়মা ইবন আওস (রা)

أبو خزيمة بن أوس

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

আবূ খুযায়মা ইবন আওস (রা) মদীনার সম্ভ্রান্ত গোত্রের শাখা বানু নাজ্জার-এ জন্ম প্রামাণ্য সূত্রে তাঁর জন্মের সঠিক তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, আবূ খুযায়মা ইবন আওস ইবন যায়দ ইব্‌ন আসরাম ইবন যায়দ ইবন ছা'লাবা ইবন গাম ইবন মালিক ইবনিন-নাজ্জার আল-আনসারী আল-খাযরাজী। তাঁর মাতার নাম ছিল 'আমরা বিন্ত মাস'উদ ইব্‌ন কায়স। তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। আবূ বকর (রা)-এর খিলাফাত আমলে যায়দ ইব্‌ন ছাবিত (রা) কুরআন সংকলন করার দায়িত্ব পালন করেন। এ সময় যে সাহাবীর নিকট কুরআনের যে অংশ রয়েছে তা যায়দ ইবন ছাবিত (রা)-এর কাছে পেশ করার নির্দেশ দেয়া হয়েছিল। যায়দ (রা) বলেন, আমি সূরা তাওবার শেষ আয়াত পেয়েছি আৰু খুযায়মা (রা)-এর কাছে। আবূ খুযায়মা (রা) উছমান (রা)-এর খিলাফাত আমলে ইন্তিকাল করেন। তাঁর কোন বংশধর নেই। অনুরূপভাবে তাঁর পরদাদা ‘আসরাম ইব্‌ন যায়দ-এরও কোন বংশধর নেই।...

আরবী জীবনী

- أبو خزيمة بن أوس بن زيد بن أصرم بن زيد بن ثعلبة بن غنم وأمه عمرة بنت مسعود بن قيس بن عمرو بن زيد. وشهد بدرًا وأحدًا والخندق والمشاهد كلها مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وتوفي فِي خِلافَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ. رَضِيَ اللَّهُ عنه. وليس له عقب. وأنقرض أيضًا ولد أصرم بن زيد بن ثعلبة بن غنم جميعا فلم يبق منهم أحد....