ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আবূ দাউদ ‘আমর ইব্ন ‘আমির (রা) একজন আনসার সাহাবী। নাম 'আমর, মতান্তরে 'উমায়র, পিতার নাম ‘আমির ইবন মালিক। মাতার নাম নাইলা বিন্ত আবী আসিম। মদীনার বানু মাযিন গোত্রে জন্মগ্রহণ করেন বিধায় তাঁকে আল-মাযিনী বলা হতো। তার বংশলতিকা হল, আবূ দাউদ ‘উমায়র ইবন ‘আমির ইবন মালিক ইবনিল-খানসা ইবন মাযূল ইবন 'আমর ইব্ন গাম ইব্ন মাযিন ইবনিন নাজ্জার। বিশ্বস্ত সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। ‘আকাবার রাত্রে তিনি ও সালীত ইন “আমর রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন; কিন্তু গোত্রের সকলের বায়'আত সম্পন্ন হওয়ার কারণে তিনি সর্বাধিনায়ক ‘আস'আদ ইবন যুরারা-র হাতে বায়'আত গ্রহণ করেন। বদর, উহুদ ও পরবর্তী সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন। আবুল বাখতারী আল-আস ইবন হিশামকে তিনি হত্যা করেন এবং তার তরবারী হস্তগত করেন। দাউদ, সা'দ ও হামযা নামে তাঁর তিন পুত্র ছিল। তাঁদের মাতা ছিলেন নাইলা বিত সুরাকা। জা'ফর নামে তাঁর আর এক পুত্র ছিল। তাঁর মাতা ছিলেন কালব... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
أَبُو داود الأَنْصَارِيّ المازني. اختلف فِي اسمه. فقيل عَمْرو، وقيل: عمير ابن عامر بْن مالك بْن خنساء بْن مبذول بن عمرو بن غنم بن مازن بن النجار، شهد بدرًا، وأحدًا، وَهُوَ الَّذِي قتل أبا البختري العاص بْن هشام بْن الحارث ابن أسد بْن عبد العزى بْن قصي. وأخذ سيفه. وقد كَانَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: من لقي أبا البختري فلا يقتله- شكر له قيامه فِي شأن الصحيفة. وقد قيل: إن الَّذِي قتله أبا البختري المجذر بْن ذياد البلوي. وَقَالَ آخرون: قتله أَبُو اليسر السلمي. روى عَنْ أبي داود هَذَا أنه قَالَ: إني لأتبع رَجُلا من المشركين يوم بدر لأضربه إذ وقع رأسه قبل أن يصل إليه سيفي، فعرفت أن غيري قتله. ذكره ابْن إِسْحَاق عَنْ أبيه إِسْحَاق بْن يسار، عَنْ رجال من بني مازن بْن النجار، عَنْ أبي داود المازني....