ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আবূ মূলায়ল ইবনুল আর্য আর আল-আওসী (রা) মদীনার আওস গোত্রের শাখা গোত্র বানূ দুবায়'আ ইব্ন যায়দ এ জন্ম। প্রামাণ্য সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর বংশলতিকা হল, আবূ মূলায়ল ইবনুল আয‘আর ইব্ন যায়দ ইবনুল ‘আওফ ইব্ন দুবায়'আ ইবন যায়দ ইব্ন মালিক ইব্ন ‘আওফ ইব্ন ‘আমর ইব্ন ‘আওফ ইব্ন মালিক ইবনুল আওস আল-আনসারী আল-আওসী। তাঁর মাতার নাম উমূল ‘আমর বিনতুল- আশরাফ ইবনুল ‘আত্তাফ। আবূ মুলায়ম (রা) বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর কোন বংশধর ছিল না। তাঁর জীবন চরিত সম্পর্কে আর তেমন কিছু জানা যায় না।...
আরবী জীবনী
أَبُو مليل بْن الأزعر - أَبُو مليل بْن الأزعر بْن زَيْد بْن العطاف بْن ضبيعة وأمه أم عَمْرو بِنْت الأشرف بْن العطاف بن ضبيعة. وليس له عقب. وشهد بدرا وأحدًا وكذلك قَالَ مُحَمَّد بْن إِسْحَاق....