ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
'উকবা ইবন আমির (রা) ইবন নাবী' আল-আনসারী আস-সালামী। মদীনার বানু সালামা গোত্রে জন্ম, তাঁর জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা নিম্নরূপ: ‘উকবা ইবন আমির ইব্ন নাবী ইবন ইয়াযদ ইব্ন হারান ইবন কা'ব ইব্ন গানাম ইব্ন কা'ব ইবন সালামা ইবন সা'দ ইব্ন আলী ইবন আসাদ ইবন সারিদা ইব্ন তাযীদ ইবন জুশাম। মাতার নাম ফুকায়হা বিনত সাকান ইন যায়দ। নবুওয়াতের একাদশ বর্ষে হজ্জের মৌসুমে মক্কায় যে ছয়জন মদীনাবাসী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন তাঁর মধ্যে অন্যতম। পরবর্তী বছর হজ্জের মৌসুমে অন্য ১১ জন সাহাবীর সাথে পুনরায় মক্কায় আগমন করে তিনি রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করেন যা আকাবার প্রথম শপথ নামে খ্যাত। বদর, উহুদ ও খন্দকসহ পরবর্তী সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। উহুদে তিনি তাঁর শিরস্ত্রাণের উপর সবুজ কাপড় জড়িয়ে অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেন। ১২ হি. আবূ বকর (রা)-এর খিলাফতকালে মুরতাদদের বিরুদ্ধে সংঘটিত ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাতবরণ করেন। আবূ নু'আয়ম যায়দ ইবন 'আসলাম-এর সূত্রে বর্ণিত যে, 'উকবা ইবন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عقبة بن عامر بن نابي ب ع س: عقبة بْن عَامِر بْن نابي بْنُ زَيْد بْن حرام بْن كعب بْن غنم بْن كعب بْن سَلَمة الْأَنْصَارِيّ السلمي شهد العقبة الأولى، وبدرًا، وأحدًا، قاله أَبُو عُمَر. وذكره أَبُو نعيم، ولم يذكر أَنَّهُ شهد بدرًا ولا غيرها، وقَالَ: حديثه عند زَيْد بْن أسلم. وَرَوَى عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ السُّلَمِيِّ، قَالَ: جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِابْنِي، وَهُوَ غُلامٌ حَدِيثُ السِّنِّ، فَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي، عَلِّمِ ابْنِي دَعَوَاتٍ يَدْعُو اللَّهَ بِهِنَّ، وَخَفِّفْ عَلَيْهِ، فَقَالَ: قُلْ يَا غُلامُ: " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ صِحَّةً فِي إِيمَانٍ، وَإِيمَانًا فِي حُسْنِ خُلُقٍ، وَصَلاحًا يَتْبَعُهُ نَجَاحٌ ". أَخْرَجَهُ أَبُو نُعَيْمٍ، وَأَبُو عُمَرَ، وَأَبُو مُوسَى، وَقَالَ أَبُو مُوسَى: أَفْرَدَهُ أَبُو نُعَيْمٍ، عَنِ الْجُهَنِيِّ، قَالَ: وَقَالَ جَعْفَرٌ: عُقْبَةُ بْنُ عَامِرِ بْنِ نَابِيٍّ السُّلَمِيُّ الأَنْصَارِيُّ، لَهُ صُحْبَةٌ، اسْتُشْهِدَ يَوْمَ الْيَمَامَةِ. قلت: قول أَبِي مُوسَى: أفرده أَبُو نعيم، عَنِ الجهني، يدل عَلَى أَنَّهُ شك: هَلْ هما واحد... বিস্তারিত পড়ুন