‘উকবা ইব্‌ন ‘উছমান ইব্‌ন খালদা আল-খাযরাজী (রা)

عقبة بن عثمان

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

‘উকবা ইব্‌ন ‘উছমান ইব্‌ন খালদা আল-খাযরাজী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা গোত্র বানূ ঘুরায়ক-এ জন্মগ্রহণ করেন। প্রামাণিক সূত্রে তাঁর জন্ম ও মৃত্যুর তারিখ এবং জীবনচরিত সম্পর্কে তেমন কিছু জানা যায় না। মাতার নাম উম্মু জামীলা বিন্ত কুতবা ইবন আমির। তার বংশলতিকা নিম্নরূপ: ‘উকবা ইব্‌ন ‘উছমান ইবন খালদা ইবন মুখাল্লাদ ইব্‌ন ‘আমির ইবন যুরায়ক ইব্‌ন ‘আবদ হারিছা ইব্‌ন মালিক ইবন গাদব ইব্‌ন জুশাম ইবনিল খাযরাজ। তিনি ছিলেন সা'দ ইব্‌ন ‘উছমান-এর ভ্রাতা। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধের বিপর্যয়ের সময় তিনি আরো কয়েকজন সাহাবীর সাথে পিছু হটে আ’ওয়াস-এর বিপরীত দিকে অবস্থিত একটি পাহাড়ের পাদদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। সেখান তিনদিন অবস্থান করে আবার রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরে আসেন। তার কোন বংশধর নেই।...

আরবী জীবনী

عقبة بن عثمان ب س: عقبة بْن عثمان بْن خلدة بْن مخلد بْن عَامِر بْن زريق الْأَنْصَارِيّ الزرقي شهد بدرًا هُوَ وأخوه سعد بْن عثمان. (1066) أَخْبَرَنَا أَبُو جَعْفَرِ بْنُ السَّمِينِ، بِإِسْنَادِهِ إِلَى يُونُسَ بْنِ بُكَيْرٍ، عَنِ ابْنِ إِسْحَاقَ، فِي تَسْمِيَةِ مَنْ شَهِدَ بَدْرًا، قَالَ: وَمِنْ بَنِي زُرَيْقِ بْنِ عَامِرٍ، ثُمَّ مِنْ بَنِي مَخْلَدِ بْنِ عَامِرِ بْنِ زُرَيْقٍ:... وَأَبُو عُبَادَةَ، وَهُوَ سَعْدُ بْنُ عُثْمَانَ بْنِ خَلْدَةَ بْنِ مَخْلَدٍ، وَأَخُوهُ عُقْبَةُ بْنُ عُثْمَانَ (1067) قَالَ ابْنُ إِسْحَاقَ: وَفَرَّ، يَعْنِي يَوْمَ أُحُدٍ، عُقْبَةُ بْنُ عُثْمَانَ، وَسَعْدُ بْنُ عُثْمَانَ رَجُلانِ مِنَ الأَنْصَارِ، حَتَّى بَلَغُوا جَبَلا مُقَابِلَ الأَعْوَصِ، فَأَقَامَا بِهِ ثَلاثًا، ثُمَّ رَجَعَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَقَدْ ذَهَبْتُمْ فِيهَا عَرِيضَةً ". أَخْرَجَهُ أَبُو عُمَرَ، وَأَبُو مُوسَى...

‘উকবা ইব্‌ন ‘উছমান ইব্‌ন খালদা আল-খাযরাজী (রা) | মুসলিম বাংলা