‘উতবা ইবন রাবী'আ ইবন খালিদ-আল-বাহরানী (রা)

عُتْبة بْن ربيعة

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

‘উতবা ইবন রাবী'আ ইবন খালিদ-আল-বাহরানী (রা) মদীনার সম্মানিত আওস গোত্রের শাখা বানূ গুনায়নার মিত্র ছিলেন। ইবন ইসহাকের বর্ণনামতে তিনি বাহরান গোত্রের সাথে সম্পৃক্ত করে বাহুরানী। আর ইবনুল কালবী বলেন, বানূ সুলায়মা-এর শাখা বাহ্য ইবন ইমরিইল কায়স-এর সাথে সম্পৃক্ত করে তিনি বাহযী। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। ইবন হাজার আসকালানী তার আল-ইসাবা গ্রন্থে বর্ণনা করেন যে, সীরাতবিদ সারফ (র) ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণকারী আমীরদের তালিকায় 'উতবা ইবন রাবী'আ ইব্‌ন বাহ্য-এর নাম উল্লেখ করেছেন। আমার ধারণামতে তিনি এই ‘উতবা ইবন রাবী'আ (আল-ইসাবা ২খ., পৃ. ৪৫৩)...

আরবী জীবনী

عُتْبة بْن ربيعة - عُتْبة بْن ربيعة بْن خَالِد بْن مُعَاوِيَة من بهراء حليف لبني غضينة. أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ قَالَ: حَدَّثَنِي شُعَيْبُ بْنُ عُبَادَةَ عَنْ بَشِيرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ عُتْبَةَ بْنَ رَبِيعَةَ شَهِدَ بَدْرًا. قَالَ مُحَمَّدُ بْنُ عُمَرَ وَأَصْحَابُنَا جَمِيعًا عَلَى ذَلِكَ: إِنَّ أَمْرَ هَذَا الْحَلِيفِ ثَبْتٌ. قَالَ مُحَمَّدُ بْنُ عُمَرَ: هُوَ عُبَيْدَةُ بْنُ رَبِيعَةَ بْنِ جُبَيْرٍ مِنْ بَنِي كَعْبِ بْنِ عَمْرِو بْنِ بَحْنُونَ بْنِ نَامِ مَنَاةَ بْنِ شَبِيبِ بْنِ دُرَيْمِ بْنِ الْقَيْنِ بْنِ أَهْوَدَ بْنِ بَهْرَاءَ. وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَارَةَ الأَنْصَارِيُّ: هُوَ مِنْ بَهْزٍ مِنْ بَنِي سُلَيْمِ بْنِ مَنْصُورٍ. وَشَهِدَ بَدْرًا وَأُحُدًا....