ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
‘উমায়র ইব্ন মা'বাদ ইবনুল আয আর আল-আওসী (রা) 'উমায়র ইবন মা'বাদ আল-আনসারী। মদীনার প্রখ্যাত আওস গোত্রে জন্মগ্রহণ করেন। প্রামাণিক সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায়দ না তাঁর বংশলতিকা হল, 'উমায়র ইবন মা'বাদ ইবনিল আয আর ইবন যায়দ ইবনিল 'আত্তাক ইব্ন দুবায়'আ ইব্ন যায়দ ইব্ন মালিক ইবন 'আওফ ইবন 'আমর ইবন 'আওফ। তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। সহীহ বর্ণনা মতে তাঁর নাম 'উমায়র (রা)। কেবলমাত্র ইবন ইসহাক তাঁকে 'আমর বলে উল্লেখ করেছেন। হুনায়ন যুদ্ধে চরম সংকটকালে যে একশত জন মুজাহিদ আল্লাহর উপর নির্ভরতাকে সম্বল করে যুদ্ধক্ষেত্রে অটল ছিলেন তিনি তাঁদের অন্যতম।...
আরবী জীবনী
عمير بن معبد ب س: عمير بْن معبد بْن الأزعر بْن زَيْد بْن العطاف بْن ضبيعة بْن زَيْد الْأَنْصَارِيّ الأوسي قَالَه مُوسَى. وقَالَ ابْن إِسْحَاق: هُوَ عَمْرو بْن معبد بْن الأزعر. شهد بدرًا، وأحدًا، والخندق، والمشاهد كلها مَعَ رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وهو أحد المائة الصابرة يَوْم حنين. أَخْرَجَهُ أَبُو عُمَر، وَأَبُو مُوسَى....