ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
কায়স ইবন আবী সা‘সা'আ আল-আনসারী (রা), মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা রাসূলুল্লাহ (সা)-এর মাতুল গোত্র আন-নাজ্জারে জন্মগ্রহণ করেন। প্রামাণিক সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। তাঁর পিতার নাম 'আমর ইবন যায়ন যার উপনাম ছিল আবূ সা'সা'আ, মাতার নাম শায়বা বিনত আসিম ইবন 'আমর। কায়স (রা)-এর বংশলতিকা হল, কায়স ইবন আবী সা সা'আ *আমর ইব্ন যায়দ ইবন 'আওফ ইবন মাযূল ইবন 'আমর ইব্ন গানম ইব্ন মাফিন ইবনিন-নাজ্জার। নবুওয়াতের ত্রয়োদশ বর্ষে (৬২২ খৃ.) হজ্জ-এর মওসুমে হযরত মুস'আব ইবন ‘উমায়র (রা)-এর নেতৃত্বে আনসার দলের যে পঁচাত্তর জন ব্যক্তি 'আকাবায় রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করেন, হযরত কায়স (রা) ছিলেন তাঁদের অন্যতম। তিনি যুদ্ধবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সা) তাকে পদাতিক বাহিনীতে নিযুক্ত করেন। তাঁর আরো তিন ভাই ছিলেন সাহাবী: কিন্তু তাঁরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি। ফাকিহ ও উদুল হারিছ নামে তাঁর দুই সন্তানের নাম পাওয়া... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
قيس بن أبي صعصعة ب د ع: قيس بْن أَبِي صعصعة واسم أَبِي صعصعة: عَمْرو بْن زَيْد بْن عوف بْن مبذول بْن عَمْرو بْن غنم بْن مازن بْن النجار الْأَنْصَارِيّ الخزرجي الْمَازِنِي. شهد العقبة وبدرًا، وجعله رَسُول اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الساقة يومئذ، قَالَه عروة، وابن شهاب، وابن إِسْحَاق. 2261 روى يَحيى بْن بكير وسعيد بْن أَبِي مريم، عَنِ ابن لهيعة، عَنْ حبان بْن واسع، عَنْ أبيه، عَنْ قيس بْن أَبِي صعصعة، أَنَّهُ قَالَ: يا رَسُول اللَّه، فِي كم أقرأ القرآن؟ قَالَ: " فِي خمس عشرة ليلة "، قَالَ: أجدني أقوى من ذَلِكَ؟ قَالَ: " ففي كل جمعة "، قال: أجدني أقوى من ذلك؟ قال: فمكث كذلك يقرؤه زمانًا حتَّى كبر، وكان يعصب عينيه، ثُمَّ رجع فكان يقرؤه فِي كل خمس عشرة ليلة، ثُمَّ قَالَ: يا ليتني قبلت رخصة النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الثلاثة. قلت: لم يخرج أَبُو عُمَر هَذَا الحديث فِي هَذِهِ الترجمة، وَإِنما أَخْرَجَهُ فِي الترجمة التي قبل هَذِهِ... বিস্তারিত পড়ুন