কায়স ইবনুর রাবী' (রা)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

কায়স ইবনুর রাবী' (রা) মদীনায় জন্ম। তিনি একজন ভাল যোদ্ধা ছিলেন। রাসূলুল্লাহ (সা) তার বীরত্বের প্রশংসা করেছেন। আল-মুবাররাদ তার আল-কামিল গ্রন্থে উল্লেখ করেছেন যে, কায়স ইবনুর রাবী (রা) বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। অতঃপর তিনি উল্লেখ করেছেন যে, যুদ্ধ শেষে 'আলী (রা) ফাতিমার কাছে এসে স্বীয় তরবারীখানি তার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, প্রশংসার সাথে এটা রেখে দাও (এ দিয়ে আজ আমি খুব লড়েছি!)। নবী করীম (সা) তা শুনতে পেয়ে বললেন। তুমি ভাল লড়াই করে থাকলে তোমার সাথে সিমাক ইবন খারশা, সাহল ইবন হুনাইফ, আল-হারিছ ইবনুস সিম্মা এবং কায়স ইবনুর রাবী'ও তো ভাল লড়াই করেছে। এরা সবাই আনসার গোত্রভুক্ত।...

আরবী জীবনী