খাল্লাদ ইব্‌ন রাফি' ইবন মালিক আল-খাযরাজী (রা)

خلاد بن رافع بن مالك

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

খাল্লাদ ইবন রাফি' আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর উপনাম আবূ ইয়াহইয়া, মাতার নাম উম্মু মালিক বিন্ত উবায়্যি ইবন মালিক। তাঁর বংশলতিকা হল, খাল্লাদ ইবন রাফি' ইবন মালিক ইবনিল ‘আজলান ইবন 'আমর ইবন 'আমির ইবন যুরায়ক ইব্‌ন ‘আবদ ইব্‌ন হারিছা ইবন মালিক ইব্‌ন গাদব ইব্‌ন জুশাম ইবনিল-খাযরাজ। খাল্লাদ (রা) বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর ভাই রিফা'আ হতে বর্ণিত যে, আমি ও আমার ভ্রাতা খাল্লাদ একটি দুর্বল উটের পিঠে চড়ে রাসূলুল্লাহ (সা)- এর সাথে বদর প্রান্তরে যাচ্ছিলাম। পথিমধ্যে অর্থাৎ রাওহা-এর কাছাকাছি পৌছলে আমাদের উট বসে পড়ল। এতে আমরা খুবই রাগান্বিত হয়ে বলতে লাগলাম, মদীনায় গিয়ে একে পোড়ায়ে দিব। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাঁর উযর বিশিষ্ট পানি উটটির মুখে সর্বাঙ্গে ছিটিয়ে দেয়ার পর আবার তা পূর্ণোদ্যমে চলতে লাগল। খাল্লাদ ইবন রাফি' (রা)-এর মৃত্যু তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনুল-কালবীর বর্ণনামতে তিনি বদর যুদ্ধে শাহাদাত লাভ করেন। অন্য কোনও ঐতিহাসিক বা সীরাতবিদ এ মত... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

خلاد بن رافع بن مالك ب د ع: خلاد بْن رافع بْن مالك بْن العجلان بن عمرو بْن عامر بْن زريق بْن عامر بْن زريق بْن عبد حارثة بْن مالك بْن غضب بْن جشم بْن الخزرج الأنصاري الخزرجي ثم الزرقي، وهو أخو رفاعة بْن رافع، شهد بدرًا، يكنى أبا يحيى روى رفاعة بْن يحيى، عن معاذ بْن رفاعة، عن أبيه، قال: خرجت أنا وأخي خلاد مع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بدر عَلَى بعير أعجف، حتى إذا كنا بموضع البريد الذي خلف الروحاء برك بنا بعيرنا، فقلت: اللهم لك علينا لئن أتينا المدينة لننحرنه، فبينا نحن كذلك إذ مر بنا رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فقال: " ما لكما؟ " فأخبرناه، فنزل رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فتوضأ، ثم بزق في وضوئه، ثم أمرنا ففتحنا له فم البعير، فصب في جوف البكر من وضوئه، ثم صب عَلَى رأس البكر، ثم عَلَى عنقه، ثم عَلَى حاركه، ثم عَلَى... বিস্তারিত পড়ুন