ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
খুবায়র ইবন ইয়াসাফ আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রে জন্মগ্রহণ করেন। জন্মতারিখ অজ্ঞাত। তাঁর পিতার নাম ছিল ইসাফ (মতান্তরে ইয়াসাফ) ইবন 'ইনাবা। মাতার নাম সালামা বিনত মাসউদ ইবন শায়বান। বংশলতিকা হল, খুবায়ব ইন ইসাফ (ইয়াসাফ) ইব্ন 'ইনাবা ইব্ন আমর ইবন খাদীজ ইব্ন আমির ইব্ন জুশাম ইবনিল খাযরাজ ই ছালাবা। খুবায়ব (রা) বদর যুদ্ধের যাত্রাপথে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন খ্যাতিমান বীর যোদ্ধা। রাসূলুল্লাহ (সা) বদর যুদ্ধে রওয়ানা হলে 'হাররাতুল ওয়াবরা নামক স্থানে পৌঁছলে খুবায়ব (রা) এবং অন্য এক ব্যক্তি। রাসূলুল্লাহ (সা)-এর নিকট এসে তাদের সাথে যুদ্ধে যোগদানের অনুমতি চেয়ে বলল, “আমাদের স্বজাতি যুদ্ধে লিপ্ত হবে অথচ 'আমরা সে যুদ্ধে হাজির থাকব না তা আমাদের জন্য বড়ই লজ্জাকর ব্যাপার।” সাহাবা-ই কিরাম তাঁকে দেখে খুবই খুশী হলেন; কিন্তু তাঁরা মুসলমান না হওয়ার কারণে রাসূলুল্লাহ (সা) তাঁর আবেদন প্রত্যাখ্যান করে বললেন, “আমরা মুশরিকদের বিরুদ্ধে কোন মুশরিকের সাহায্য গ্রহণ করি না।” অতঃপর বায়দা নামক স্থানে পৌঁছে খুবায়র (রা) ইসলাম গ্রহণ করেন... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
خبيب بن إساف ب د ع: خبيب بْن إساف وقيل: يساف، ابن عنبة بْن عمرو بْن خديج بْن عامر بْن جشم بْن الحارث بْن الخزرج بْن ثعلبة، الأنصاري الخزرجي. شهد بدرًا، وأحدًا، والخندق، وكان نازلًا بالمدينة، وتأخر إسلامه حتى سار النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بدر، فلحق النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في الطريق، فأسلم. (385) أخبرنا أَبُو يَاسِرِ بْنُ أَبِي حَبَّةَ بِإِسْنَادِهِ، عن عَبْدِ اللَّهِ بْنِ أَحْمَدَ، حَدَّثَنِي أَبِي، أخبرنا يَزِيدُ، أخبرنا الْمُسْتَلِمُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، عن خَبِيبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَبِيبٍ الأَنْصَارِيِّ، عن أَبِيهِ، عن جَدِّهِ، قَالَ: أَتَيْتُ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُرِيدُ غَزْوًا، أَنَا وَرَجُلٌ مِنْ قَوْمِي، وَلَمْ نُسْلِمْ، فَقُلْنَا: إِنَّا لَنَسْتَحِي أَنْ يَشْهَدَ قَوْمُنَا مَشْهَدًا لا نَشْهَدُهُ مَعَهُمْ، فَقَالَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَوَأَسْلَمْتُمَا؟ " فَقُلْنَا: لا، فَقَالَ: " إِنَّا لا نَسْتَعِينُ بِالْمُشْرِكِينَ عَلَى الْمُشْرِكِينَ "، قَالَ: فَأَسْلَمْنَا، وَشَهِدْنَا مَعَ رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَضَرَبَنِي رَجُلٌ مِنَ الْمُشْرِكِينَ عَلَى... বিস্তারিত পড়ুন