জাব্বার ইব্‌ন সাখর ইবন উমাইয়া আল-খাযরাজী (রা)

جبار بن صخر

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

জাব্বার ইব্‌ন সাখর আল-সালিমী আল-আনসারী (রা)-এর উপনাম আবূ ‘আবদিল্লাহ। মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের বানু সালিমা শাখা গোত্রে জন্মগ্রহণ করেন। বিশ্বস্ত সূত্রে তাঁর জন্ম তারিখ পাওয়া যায় না। তবে এক বর্ণনামতে বদর যুদ্ধের সময় (৬২৩ খৃ.) তাঁর বয়স ছিল ৩২ বসর। তদানুযায়ী তিনি ৫৯১ খৃ.-এর দিকে জন্মগ্রহণ করেন। মাতার নাম সু'আদ বিন্ত সালামা। তাঁর বংশলতিকা হল, জাব্বার ইবন সাখর ইবন উমাইয়া ইব্‌ন খানসা (মতান্তরে খুনায়স) ইবন সিনান ইব্‌ন ‘উবায়দ ইব্‌ন ‘আদিয়্যি ইব্‌ন গানম ইবন কা'ব ইবন সালিমা আল-আনসারী। মূসা ইবন 'উকবার বর্ণনামতে জাব্বার (রা) আকাবার দ্বিতীয় শপথানুষ্ঠানে শরীক ছিলেন। তিনি বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে উপস্থিত ছিলেন। হিজরতের পর রাসূলুল্লাহ (সা) তাঁকে মিকদাদ ইবনুল ‘আসওয়াদ (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তাঁর অনুমানশক্তি ছিল অত্যন্ত প্রখর। সেজন্য তিন একজন দক্ষ হিসাব রক্ষক ছিলেন। কোন বাগানে ঢুকেই তিনি সে বাগানে মোট কী পরিমাণ খেজুর আছে বলে দিতে পারতেন। যাকাতের মাল হিসাব করে লওয়ার জন্য তিনি ইসলামী... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

جبار بن صخر ب د ع: جبار بْن صخر بْن أمية بْن خنساء بْن سنان ويقال: خنيس بْن سنان بْن عبيد بْن عدي بْن غنم بْن كعب بْن سلمة الأنصاري الخزرجي. ثم السلمي، يكنى: أبا عَبْد اللَّهِ، أمه سعاد بنت سلمة من ولد جشم بْن الخزرج. شهد العقبة، وبدرًا، وأحدًا، والمشاهد كلها مع رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وكتيبة لبستها بكتيبة حتى إذا التبست نفضت لها يدي (198) أخبرنا أَبُو يَاسِرِ هِبَةُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ هِبَةِ اللَّهِ، بِإِسْنَادِهِ عن عَبْدِ اللَّهِ بْنِ أَحْمَدَ، حَدَّثَنِي أَبِي، أخبرنا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، أخبرنا أَبُو أُوَيْسٍ، عن شُرَحْبِيلَ، عن جَبَّارِ بْنِ صَخْرٍ الأَنْصَارِيِّ، أَحَدِ بَنِي سَلَمَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِطَرِيقٍ: مَنْ يَسْبِقُنَا إِلَى الأَثَايَةِ فَيُمْدِرُ حَوْضَهَا، وَيْفُرِطُ فِيهِ فَيَمْلَؤُهُ حَتَّى نَأْتِيَهُ؟، قَالَ جَبَّارٌ: فَقُمْتُ، فَقُلْتُ: أَنَا، قَالَ: اذْهَبْ، فَذَهَبْتُ، وَأَتَيْتُ الأَثَايَةَ، فَمَدَرْتُ حَوْضَهَا، وَفَرَطْتُ فِيهِ فَمَلأْتُهُ، ثُمَّ غَلَبَتْنِي عَيْنَانِيَ فَنِمْتُ، فَمَا انْتَبَهْتُ إِلا بِرَجُلٍ تُنَازِعُهُ رَاحِلَتُهُ إِلَى الْمَاءِ فَكَفَّهَا عَنْهُ،... বিস্তারিত পড়ুন