তুফায়ল ইবনুন নু'মান আল-আনসারী আল-খাযরাজী (রা)

الطفيل بْن النُّعمان

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

তুফায়ল ইবনুন-নু'মান আল-আনসারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা বানূ সালামায় জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। মাতার নাম খানসা বিত রি' আব, যিনি ছিলেন হযরত জাবির ইবন আবদিল্লাহ ইব্‌ন রি আব-এর ফুফু। তুফায়ল (রা)-এর বংশলতিকা হল, আত-তুফায়ল ইবনুন নু'মান ইবন খানসা ইবন সিনান ইবন 'উবায়দ ইবন 'আদী ইবন গানম, ইন কা'ব ইবন সালামা ইবন 'আমর আল মাদী আল-আনসারী আস-সালামী। কোন কোন সীরাতবিদ তাঁকে ও আত-তুফায়ল ইবন মালিক (রা)-কে একই ব্যক্তি বলে উল্লেখ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে উভয়ে ভিন্ন ভিন্ন দুই ব্যক্তি। সর্বসম্মত বর্ণনামতে তিনি 'আকাবার বায়'আত অনুষ্ঠানের শরীক ছিলেন। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধে তিনি দেহের ১৩টি স্থানে যখমপ্রাপ্ত হন। এতদসত্ত্বেও তিনি জীবনে বেঁচে যান এবং পরে খন্দকের যুদ্ধে শহীদ হন। ওয়াহশী ইবন হারব তাঁকে শহীদ করেন। ওয়াহশী পরবর্তীকালে বলতেন, আল্লাহ তা'আলা হামযা ইবন আবদিল মুত্তালিব ও তুফায়ল ইবনুন- নু'মানকে আমার হাতে মর্যাদাবান করেছেন আর তাঁদের হাতে আমাকে অপদস্থ করেননি। অর্থাৎ আমি কাফির অবস্থায় নিহত হইনি। রুয়ায়্যি'... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

الطفيل بْن النُّعمان - الطفيل بْن النُّعمان بن خنساء بْن سِنَان بْن عُبَيْد وأمه خنساء بِنْت رئاب بن النعمان بن سنان بن عبيد وهي عمة جَابِر بْن عَبْد الله بْن رئاب. وشهد الطفيل العقبة فِي روايتهم جميعًا وشهد بدْرًا وأحدًا وجرح بأحد ثلاثة عشر جرحًا وشهد الخندق وقتل يومئذٍ شهيدًا. قتله وحشي فكان يقول: أكرم الله حَمْزَة بْن عَبْد المطلب والطفيل بْن النُّعمان بيدي ولم يهني بأيديهما. يعني أقتل كافرا. وكان للطفيل بْن النُّعمان من الولد بِنْت يُقَالُ لها الرَّبِيع تزوجها أَبُو يحيى عَبْد الله بْن عَبْد مناف بْن النُّعمان بْن سِنَان بْن عُبَيْد فولدت له. وأمها أسماء بِنْت قرط بْن خنساء بْن سِنَان بْن عُبَيْد. وليس للطفيل بْن النُّعمان عقب....