নু‘মান ইব্‌ন ‘আমর ইব্‌ন রিফা‘আ আন-নাজ্জারী (রা)

النعمان بن عمرو بن رفاعة

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

নু‘মান ইব্‌ন ‘আমর ইব্‌ন রিফা‘আ আন-নাজ্জারী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের শাখা আন-নাজ্জার গোত্রে জন্মগ্রহণ করেন। জন্ম তারিখ অজ্ঞাত। কেউ কেউ তাঁর নাম নু'আয়মান বলে উল্লেখ করেছেন। তাঁর বংশলতিকা হল, নু'মান ইবন 'আমর ইব্‌ন রিফা'আ ইবনুল- হারিছ ইব্‌ন সাওয়াদ ইব্‌ন গানম ইব্‌ন মালিক ইব্‌ন ‘আমর ইব্‌ন রিফা'আ ইবনুল হারিছ ইব্‌ন সাওয়াদ ইব্‌ন গানম ইব্‌ন মালিক ইবনুন নাজ্জার। নু'মান (রা) আকাবার দ্বিতীয় শপথানুষ্ঠানে আনসারদের ৭০ ব্যক্তির সাথে শরীক হন। তিন বদর, উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন। তিনি মু'আবিয়া (রা)-এর শাসনামলে ইস্তিকার করেন। অপর এক বর্ণনা মতে তিনি উহুদ যুদ্ধে শহীদ হন। তাঁর পুত্র-কন্যাদের মধ্যে মুহাম্মদ, “আমির, সুবরা, লুবাবা, কাবশা, মারইয়াম উম্মু হাবীব, আমাতুল্লাহ ও হুকায়মার নাম উল্লেখযোগ্য। রাসূলুল্লাহ (সা) নুমান (রা) সম্পর্কে মন্তব্য করেছেন যে, তিনি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসেন। (তাবাকাত, ৩খ. ৪৯৪)...

আরবী জীবনী

النعمان بن عمرو بن رفاعة ب د ع: النعمان بن عَمْرو بن رفاعة بن سواد، وقيل: رفاعة بن الحارث بن سواد بن مالك بن غنم بن مالك بن النجار. وهو الَّذِي يقال لَهُ: نعيمان، وشهد العقبة الآخرة، وهو من السبعين، وشهد بدرا والمشاهد كلها مع رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الواقدي: بقي نعيمان حَتَّى توفي أيام معاوية، قاله أَبُو عمر. أخرجه الثلاثة، إلا أن ابن منده، وأبا نعيم لَمْ يذكرا أَنَّهُ نعيمان، إلا أنهما نسباه كذلك، وقالا: شهدا بدرا....