বাসবাস ইবন ‘আমর ইবন ছা‘লাবা আল-জুহানী (রা)

بسبس بن عمرو بن ثعلبة

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

বাসবাস ইবন 'আমর আল-আনসারী আল-জুহানী (রা) মদীনার প্রখ্যাত খাযরাজ গোত্রের বানু সাইদা শাখায় জন্মগ্রহণ করেন। তাঁর বংশলতিকা হল, বাসবাস (কোন কোন বর্ণনামতে বুসায়নিয়া) ইবন 'আমর ইব্‌ন ছা'লাবা ইব্‌ন খারাশা ইবন যায়দ ইবন 'আমর ইবন সা'দ ইবন যুবায়র ইবন রাশমান ইবন কায়স ইন জুহায়না। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে "আদী ইবন আবিষ-যাগবা এর সাথে আবু সুফিয়ান-এর বাহিনীর গতিবিধি লক্ষ্য করার জন্য প্রেরণ করেন। উহুদ যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। তাঁর কোন বংশধর ছিল না।...

আরবী জীবনী

بسبس بن عمرو بن ثعلبة بن خرشة [بن زيد] بن عمرو بن سعد ابن ذبيان الذبياني ثم الأنصاري حليف لبني طريف ابن الخزرج. ويقال بسبس بن بشر ، حليف الأنصار، شهد بدرًا، وهو الذي بعثه رسول الله صلى الله عليه وسلم مع عدىّ بن أبى الرغباء ليعلما علم عير أبي سفيان بن حرب، ولبسبس هذا يقول الراجز: أقم لها صدورها يا بسبس....