ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
মা‘কিল ইবনুল মুনযির (রা) মদীনার বানু সালামা গোত্রে জন্মগ্রহণ করেন। বিশ্বস্ত সূত্রে তাঁর জন্ম ও মৃত্যু তারিখ জানা যায় না। ওঁর বংশলতিকা হল, মাকিল ইবনুল মুনযির ইবন সারাহা ইবন খুনাস ইবন সিনান ইবন 'উবায়দ ইবন 'আদিয়্যি ইব্ন গানম ইবন কা'ব ইবন সালাম আল-আনসারী আল- সালামী। নবুওয়াতের ত্রয়োদশ বর্ষে মুস'আব ইবন 'উমায়র (রা)-এর নেতৃত্বে পঁচাত্তর ব্যক্তির সাথে হজ্জ পালনার্থে তিনি মক্কায় আগমন করেন এবং মিনায় 'আকাবা নামক স্থানে রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করে 'আকাবার দ্বিতীয় শপথে অংশগ্রহণ করেন। ইবন ইসহাক-এর বর্ণনামতে তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাথে বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন।...
আরবী জীবনী
معقل بْن المنذر - وأخوه معقل بْن المنذر بْن سرح بْن خناس بْن سِنَان بْن عُبَيْد. شهد العقبة مع السبعين من الأنصار في روايتهم جميعا وشهد بدرا وأحدا وتُوُفِّي وليس له عقب....