মা‘ন ইবনে ‘আদিয়িা ইবনুল জাদ্দ (রা)

مَعْنُ بنُ عَدِيِّ بنِ الجدِّ بنِ العَجْلاَنِ الأَنْصَارِيُّ

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

মা‘ন ইবন ‘আদিয়্যি আল-আনসারী (রা)-এর উপনাম আবূ ‘আদিয়্যি । তিনি ছিলেন আনসার গোত্রের বানূ 'আমর ইবন আওস্-এর মিত্র, আসিম ইবন 'আদিয়্যি (রা)-এর ভাই এবং আনসারদের নেতা। জন্ম তারিখ অজ্ঞাত। তাঁর বংশলতিকা হল, মা'ব ইবন আদিয়্যি ইবনিল জান ইবনিল 'আজলান ইবন হারিছ ইবন দুবায়'আ ইবন হারাম ইবন ফ্লু'আল ইবন 'আমর ইবন জুশাম ইবন ওয়াদ ইবন জুবাইয়ন ইবন হুমায়ম ইবন যুহল ইবন হানী ইবন বালিয়া (ইবন সা'দ, তাবাকাত, ৩খ, ৪৬৫) আল বালাবী। নবুওয়াতের ত্রয়োদশ বর্ষে মুসআৰু ইবন 'উমায়র (রা)-এর নেতৃত্বে পঁচাত্তর ব্যক্তির সাথে তিনি হজ্জ পালন করার জন্য মক্কায় গমন করেন এবং মিনায় 'আকাবা নামক স্থানে রাসূলুল্লাহ (সা)-এর হাতে বায়'আত গ্রহণ করে আকাবার দ্বিতীয় শপথে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ (সা) তাঁকে যায়দ ইবনুল খাত্তাব (রা)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। তিনি বদর, উহুদ, খন্দকসহ সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা) সাথে অংশগ্রহণ করেন। ইয়াহুদী ও মুনাফিকবৃন্দ ষড়যন্ত্র ও চক্রান্তমূলকভাবে মসজিদ-ই দিরার নির্মাণ করলে রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশে তিনি ও মালিক ইবনুদ-দুখশুম (রা) তা পুড়িয়ে দেন। ... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

مَعْنُ بنُ عَدِيِّ بنِ الجدِّ بنِ العَجْلاَنِ الأَنْصَارِيُّ العَجْلاَنِيُّ، العَقَبِيُّ، البَدْرِيُّ، مِنْ حُلَفَاءِ بَنِي مَالِكِ بنِ عَوْفٍ، مِنْ سَادَةِ الأَنْصَارِ، كَانَ يَكْتُبُ العَرَبِيَّةَ قَبْلَ الإِسْلاَمِ. قَالَ ابْنُ سَعْدٍ: وَلَهُ عَقِبٌ اليَوْمَ. وَرَوَى: الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللهِ بنِ عَبْدِ اللهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ مَعْنَ بنَ عَدِيٍّ أَحَدُ الرَّجُلَيْنِ اللَّذَيْنِ لَقِيَا أَبَا بَكْرٍ وَعُمَرَ وَهُمَا يُرِيْدَانِ سَقِيْفَةَ بَنِي سَاعِدَةَ، فَقَالاَ لأَبِي بَكْرٍ وَعُمَرَ:لاَ عَلَيْكُم أَنْ لاَ تَقْرَبُوْهُم، وَاقْضُوا أَمْرَكُم. قَالَ عُرْوَةُ: بَلَغَنَا أَنَّ النَّاسَ بَكَوْا عَلَى رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَقَالُوا: لَيْتَنَا مِتْنَا قَبْلَهُ، نَخْشَى أَنْ نُفْتَتَنَ بَعْدَهُ. فَقَالَ مَعْنٌ: لَكِنِّي -وَاللهِ- مَا أُحِبُّ أَنِّي مُتُّ قَبْلَهُ حَتَّى أُصَدِّقَهُ مَيْتاً، كَمَا صَدَّقْتُهُ حَيّاً. قَالَ ابْنُ الأَثِيْرِ: مَعْنُ بنُ عَدِيِّ بنِ العَجْلاَنِ البَلَوِيُّ، حَلِيْفُ بَنِي عَمْرِو بنِ عَوْفٍ، عَقَبِيٌّ، بَدْرِيٌّ، مَشْهُوْرٌ. قُلْتُ: هُوَ أَخُو عَاصِمِ بنِ عَدِيِّ بنِ الجدِّ بنِ العَجْلاَنِ البَلَوِيِّ، حَلِيْفِ بَنِي عَمْرِو بنِ عَوْفٍ، وَكَانَ عَاصِمٌ سَيِّدَ بَنِي العَجْلاَنِ، وَهُوَ وَالِدُ أَبِي البَدَّاحِ بنِ عَاصِمٍ. شَهِدَ عَاصِمٌ بَدْراً أَيْضاً، وَحَدِيْثُهُ فِي (السُّنَنِ الأَرْبَعَةِ) . وَكَانَ مَعْنٌ مِمَّنِ اسْتُشْهِدَ يَوْمَ... বিস্তারিত পড়ুন